বিশ্বখ্যাত গায়ক সোনু নিগম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর জানিয়েছেন। পুণেতে একটি অনুষ্ঠান করতে গিয়ে কোমরের তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। এই যন্ত্রণা এতটাই প্রবল ছিল যে, গায়ক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে তার শারীরিক অবস্থার বর্ণনা দিয়েছেন।
ভিডিওতে সোনু নিগম বিছানায় শুয়ে আছেন এবং তিনি জানাচ্ছিলেন যে, এটি তার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি। তিনি বলেন, "এখন মনে হচ্ছিল যেন আমার মেরুদণ্ডে একটা সূঁচ গাঁথা, একটু এদিক-ওদিক হলেই বিঁধছে।" তার এই শারীরিক কষ্ট এতটাই তীব্র ছিল যে, শো শুরুর আগে এমন কষ্ট আগে কখনও অনুভব করেননি বলে উল্লেখ করেন গায়ক।
সোশ্যাল মিডিয়ায় সোনু আরও লিখেছেন, "ভীষণ কষ্ট হচ্ছে, আজ পর্যন্ত কখনও শোয়ের আগে এমন কষ্ট হয়নি।" তার এই আবেগঘন পোস্টে অনেক ভক্ত এবং শুভানুধ্যায়ী তাকে সহানুভূতি জানিয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।
আপনার মতামত লিখুন :