ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাধিকা কুমারস্বামী। তিনি অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের শুরু করেছিলেন। সে এখন ১২৪ কোটি রুপি সম্পত্তির মালিক। তার জীবনও একটা সিনেমার গল্পের মতোই, যেখানে রূপালি পর্দার পাশাপাশি ব্যক্তিগত জীবনও রয়েছে নানা বিতর্ক। তিনিএখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রাধিকা ১৪ বছর বয়সে সিনেমার জগতে পা রেখেছিলেন। তার প্রথম সিনেমা ছিল ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত নীলা মেঘা শামা, আর ২০০৩ সালে ইয়ারকাই সিনেমার ন্যান্সি চরিত্রে অভিনয়ের পর তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন। তবে তার ক্যারিয়ার যতটা সিনেমার জন্য আলোচিত, তার ব্যক্তিগত জীবনও কম আলোচিত হয়নি।
অল্প বয়সেই, তিনি ব্যবসায়ী রতন কুমারের সঙ্গে প্রেমে জড়ান, এবং একসময় তাদের বিয়ে হয়। কিন্তু কিছুদিন পর তার বাবা মারা যাওয়ার পর পারিবারিক অশান্তি শুরু হয়, এবং কিছু সময় পর তাদের দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়। এরপর তার জীবনে আসে নতুন অধ্যায়।
২০০৬ সালে রাধিকা বিয়ে করেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে। তবে এই বিয়ে চার বছর গোপন রাখেন তারা। ২০১০ সালে এই সম্পর্ক প্রকাশ্যে আসে এবং তাতে শোরগোল পড়ে যায়, কারণ কুমারস্বামী তখনও তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহিত ছিলেন। কিন্তু ভালোবাসার টানে রাধিকা পরিবারকে উপেক্ষা করে গোপনে কুমারস্বামীর সঙ্গে বিয়ে করেন।
রাধিকার সিনেমা ক্যারিয়ার তেমন সফল না হলেও, তার ব্যবসায়ী জীবন বেশ সফল। গুঞ্জন রয়েছে যে কুমারস্বামীর স্ত্রী হওয়ার পর রাধিকা বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, যার পরিমাণ বর্তমানে প্রায় ১২৪ কোটি রুপি। বর্তমানে তার এবং কুমারস্বামীর এক কন্যাসন্তানও রয়েছে।
রাধিকা কুমারস্বামীর জীবন, যেটি সাফল্যের পাশাপাশি অনেক আলোচনার সৃষ্টি করেছে, সেটি এখন সিনেমার গল্পের মতোই পরিণত হয়েছে।