ভালো নেই দেশের প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন ও কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। বর্তমানে তারা রাজধানীর দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘ বিরতির পর গানের মঞ্চে ফিরেছিলেন সাবিনা ইয়াসমিন। গত শুক্রবার রাতে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শীর্ষক এক অনুষ্ঠানে গান পরিবেশন করছিলেন তিনি। দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন তার গান। এমন সময় হঠাৎই অসুস্থবোধ করেন সাবিনা। এরপর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বর্তমানে গুণী এই শিল্পী একটি বেসরকারি হাসপাতালের এইচডিইউতে ভর্তি আছেন। তাকে চিকিৎসকেরা এখনও পর্যবেক্ষণে রেখেছেন। এবার অবশ্য স্বস্তির খবর, সাবিনার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আজই তিনি বাসায় ফিরতে পারেন।
এদিকে, গত ১ ফেব্রুয়ারি সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে ফরিদা পারভীনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন তিনি। নিজ বাসায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকের বরাতে জানা গেছে, শিল্পীর ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি।
অন্যদিকে, এক বছরের বেশি সময় হল গানের মঞ্চে ছিলেন না সাবিনা ইয়াসমীন। দীর্ঘ সময় গায়িকা বিদেশে থেকেছেন চিকিৎসার জন্য। কারণ তার শরীরে ক্যান্সার ফিরে এসেছিল। চিকিৎসা আর রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে আবার গানে ফিরেছিলেন তিনি।
সাবিনা ইয়াসমিন প্রথম দফায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ২০০৭ সালে। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আর গানে ফিরেছিলেন।মাঝের বছরগুলোয় কেবল দেশে নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে স্টেজ শো করেছেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে ফের সাবিনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর আসে।
আপনার মতামত লিখুন :