গ্র্যামি অ্যাওয়ার্ড বাজিমাত বিয়ন্সে’র

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১১:৫৮ এএম

গ্র্যামি অ্যাওয়ার্ড বাজিমাত বিয়ন্সে’র

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিলো বিশ্বসঙ্গীতের মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৭তম আসর। এবছর বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে কৃষ্ণাঙ্গ সংগীত শিল্পী হিসেবে প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন বিয়ন্সে। এছাড়া সর্বোচ্চ পাঁচটি পুরস্কার জিতে বাজিমাত করেছেন আরেক সঙ্গীত তারকা কেনড্রিক লামার। সেই সাথে অভিবাসীদের পুরষ্কার উৎসর্গ করে আলোচনায় আছেন পপ তারকা শাকিরা।

ক্রিপ্টো টাউন অ্যারেনায় এবারের আয়োজনকে মানবতা ও চেতনার উদযাপন হিসেবে দেখছেন মার্কিন সংগীতঙ্গরা। মার্কিন টেলিভিশন উপস্থাপক, কৌতুক অভিনেতা ও প্রযোজক ট্রেভর নোয়া’র সঞ্চালনায় এবারের গ্র্যামির অনুষ্ঠানটি সাজানো হয়েছিল পূর্বে ধারণ করা ও সরাসরি অংশ নেয়া শিল্পীদের গান দিয়ে।

আর মর্যাদাপূর্ণ গ্র্যামির মঞ্চে ফের ইতিহাস গড়লেন বিয়ন্সে গিজেল নোলস। মার্কিন এ পপ তারকার ঝুলিতে রয়েছে ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি পাওয়ার নজির। আর এবার ৫০ বছর পর কোনও কৃষাঙ্গ সংগীতশিল্পী হিসেবে তিনি বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে গ্র্যামি জিতেছেন। 

কাউবয় কার্টার অ্যালবামের জন্য ১১টি বিভাগে মনোনয়নও পেয়েছিলেন তিনি। গতবছর মুক্তি পাওয়া এই অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিম অংশে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের নিয়ে।  বিয়ন্সের হাতে গ্র্যামি তুলে দেন টেইলর সুইফট।

কেবল সেরা কান্ট্রি অ্যালবাম নয়, মাইলি সাইরাসের সঙ্গে জুটি বেঁধে বেস্ট কান্ট্রি গ্রুপ পারফরম্যান্সের জন্যও গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। এছাড়া এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতেছেন আরেক সঙ্গীত তারকা কেনড্রিক লামার। এছাড়া জন্মদিনে চতুর্থ বারের মতো গ্র্যামি জয় করেছেন আরেক পপ তারকা শাকিরা।

পপ ভোকাল ও সলো-দুই ক্যাটাগরিতেই সেরার খেতাব জিতেছেন সাবরিনা কার্পেন্টার। ব্রুনো মার্স কে সাথে বেস্ট পপ গ্রুপ ক্যাটাগরিতে সেরা হয়েছেন লেডি গাগা। এবারের আসরে মোট ৯৪টি বিভাগে সম্মাননা দেয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!