ফেসবুকে পরিচয়, তারপর ম্যাসেঞ্জারে প্রেম। সেই প্রেম এতটাই গভীর হয় যে বিদেশ থেকে প্রেমিকা ছুটে আসে বাংলাদেশে। তারপর সেই প্রেমিকাকে নিয়ে শুরু হয় পুরো এলাকায় হৈচৈ! এমনই এক ব্যতিক্রমী গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘মজনুর ফরেন বউ’।
নাটকটিতে জুটি বেঁধেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জেবা জান্নাত ও অভিনেতা টিপু সুলতান। দর্শকদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে নাটকটি কমেডি, রোমান্স এবং অ্যাকশনে ভরপুর রাখা হয়েছে।
প্রেমের টানে বিদেশ থেকে বাংলাদেশে আসা এক তরুণীর গল্পকে ঘিরেই নাটকের মূল কাহিনি আবর্তিত হয়েছে।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন জেবা জান্নাত, যিনি বিদেশ থেকে বাংলাদেশে আসা প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন।
অন্যদিকে, টিপু সুলতান হয়েছেন তার প্রেমিক, যার জন্য এলাকায় নানা ধরনের মজার ঘটনা ঘটে। নাটকের গল্পে থাকবে হাস্যরস, আবেগ ও নাটকীয়তা, যা দর্শকদের বিনোদন দেবে বলে আশা করা হচ্ছে।
নাটকটি পরিচালনা করেছেন আর. এইচ. তৌফিক এবং রচনা করেছেন আল আমিন। এতে অভিনয় করেছেন টিপু সুলতান ও জেবা জান্নাত ছাড়াও হারুন অর রশিদ বান্টি, নওশিন ইসলাম দিশা, শামীম, ইমরান আজান, রোজা খন্দকার রিমু সহ আরও অনেকে।
নির্মাতা টিমের পক্ষ থেকে জানা গেছে, নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য আলোচনা চলছে।
পাশাপাশি, নাটকটি ইউটিউব চ্যানেল "এন্টারটেইনমেন্ট ক্যাফে"-তেও প্রকাশ করা হবে, যাতে দর্শকরা সহজেই নাটকটি উপভোগ করতে পারেন।
এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন টিপু সুলতান ও জেবা জান্নাত। দুজনের রসায়ন কেমন হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে আলাদাভাবে তারা দর্শকদের ভালোবাসা পেলেও এবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন, যা তাদের ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করবে।
দর্শকরা নাটকটির প্রচারের অপেক্ষায় থাকলেও নির্মাতা দল আশাবাদী, "মজনুর ফরেন বউ" দর্শকদের বিনোদিত করতে সক্ষম হবে। নতুন জুটি টিপু-জেবা এবং ব্যতিক্রমী গল্পের কারণে নাটকটি বিশেষ আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন নাট্যপ্রেমীরা।
আপনার মতামত লিখুন :