ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

কটাক্ষের জবাব দিলেন খুশি কাপুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:১৯ পিএম

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুর সম্প্রতি তার প্রথম ছবি ‘লাভইয়াপ্পা’ এর মুক্তি উপলক্ষে নানা আলোচনা ও কটাক্ষের মুখোমুখি হয়েছেন। যদিও ছবির মুক্তির আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার ছবির ঝলক নিয়ে তাকে বিভিন্ন ধরণের কটাক্ষ শুনতে হয়েছে, তবে এসব মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন তিনি নিজেই।

খুশি কাপুর বলেন, তিনি ছোটবেলা থেকেই মা শ্রীদেবী ও দিদি জাহ্নবী’র সাথে নিজের তুলনা শুনেছেন। বিশেষত তার চেহারা নিয়ে বিভিন্ন সময়ে তির্যক মন্তব্য করা হয়েছে, যা তার আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করেছিল। তবে খুশি জানিয়েছেন, এসব মন্তব্যের পর তিনি নিজের সৌন্দর্যকে নিজের মতো করে গ্রহণ করতে শিখেছেন।

এছাড়া, তার মুখে অস্ত্রোপচার করার ব্যাপারে উঠানো অভিযোগের জবাবেও মুখ খুলেছেন তিনি। খুশি কাপুর বলেন, তিনি শত শত অস্ত্রোপচার করেননি। নিজের মুখে যে পরিবর্তন এসেছে, সেটুকুকে তিনি আত্মপরিচর্যা হিসেবেই দেখেন। তিনি আরও বলেন, "আমি ত্বকের যত্ন নেওয়া বা ফিলার্স ব্যবহার করার জন্য কাউকে সমালোচনা করার পক্ষে নই।"