ঢাকা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

তৌসিফ ও আইশার ‘ব্যথার বাগান’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

আগামীকাল ৮ ফেব্রুয়ারি কেএস এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে প্রচার হবে একক নাটক ‘ব্যথার বাগান’। কিঙ্কর আহসানের গল্পে নাটকটি নির্মাণ করেছেন ইফফাত জাহান মম। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও আইশা খান। একটি বিশেষ চরিত্রে আছেন কিঙ্কর আহসান।

নাটকটি প্রসঙ্গে ‘মুনতাসির’খ্যাত নির্মাতা মম বলেন, ভালোবাসার মাসে ‘ব্যথার বাগান’ ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস ও ত্যাগের গল্প নিয়ে আসছে। জাহিদ নীরব, মাশা ইসলাম ও হাসিবুল নিবিড় গান গেয়েছেন এ নাটকের জন্য। লিখেছেন তারিক তুহিন। নাটকের পাশাপাশি গানও দর্শককে মুগ্ধ করবে।’

জানা গেছে, ব্ল্যাক পেপার ফিল্মসের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছে কে এস ফিল্মস।