ঢাকা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

এখনো শাওন-সাবার বিরুদ্ধে মামলা হয়নি, চলছে জিজ্ঞাসাবাদ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত

অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে। এখনও তাদের বিরুদ্ধে মামলা হয়নি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

রেজাউল করিম মল্লিক বলেন,  রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের দুজনকে আটক করা হয়েছে। আটকের পর ডিবি কার্যালয়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও বলেন, এখনও পর্যন্ত মামলা হয়নি। কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে বা কী করা হবে, সেই সিদ্ধান্ত এখনও হয়নি।

এর আগে, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের পর এবার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করা হয়েছে৷ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

[33383]

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শাওনকে গ্রেপ্তারের খবর জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়।