‘আমাদের নুরুল হুদা’ নাটকের মধ্যদিয়ে শোবিজে পা রাখেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এরপর কাজ করেছেন একাধিক নাটকে, হয়েছেন প্রশংসিত। নাম লিখিয়েছেন সিনেমাতেও। ‘ভয়ংকর সুন্দর’র মধ্যদিয়ে সিনেমায় তার আত্মপ্রকাশ। বর্তমানে কাজ করছেন বেছে বেছে। অমর একুশে বইমেলায় পাওয়া যাবে তার লেখা একটি উপন্যাস ও কবিতার বই। চলতি বছর সিনেমাতেই ব্যস্ত থাকতে চান এই জনপ্রিয় অভিনেত্রী। কাজ ও সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে।
আমরা কখনো বন্ধু ছিলাম না
আমার লেখায় কখনোই ব্যক্তিগত জীবন আনি না। কিন্তু শিল্পী হিসেবে বিশ্বাস করি সব কিছুতেই আসলে নিজস্বতা থেকে যায়। আমার উপন্যাসে বেশিরভাগ চরিত্র সকলেই অনেক স্বপ্ন দেখে। আমার চরিত্ররা স্বপ্ন দেখতে পছন্দ করে। ভালোবাসা দিবস থেকে আমার পঞ্চম উপন্যাস ‘আমরা কখনো বন্ধু ছিলাম না’ ও তৃতীয় কবিতার বই ‘জলপাই রঙের রোদ’ মিজান পাবলিশার্স থেকে পাওয়া যাবে। এখন পর্যন্ত লেখায় নিজের কাহিনি আসেনি। কখনো লিখলে ঘোষণা দিয়ে লিখব।
সাপোর্ট
দর্শক ও পাঠক ভয়ংকরভাবে আমাকে ভালোবাসে। আমি কাজ নিয়ে সবার সামনে আসি। ইন্ডাস্ট্রিতে আমার বড় সাপোর্ট নেই। আমার পেছনে বড় বড় কোম্পানি, প্রযোজনা প্রতিষ্ঠান নেই। এখন পর্যন্ত সমালোচিত হওয়ার মতো কিছু নামের আগে যুক্ত হয়নি। আশা করি, ভবিষ্যতেও হবে না। আমার ব্যাকআপ হচ্ছে দর্শক। যারা আমার কাজ দেখতে আগ্রহী তাদের জন্য আমি আছি।
নতুন খবর
চলতি মাসের মাঝামাঝি সময় আমার বড় একটি কাজের ঘোষণা আসবে। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। তবে এখনই এ নিয়ে কিছু বলা যাবে না। শুটিং শেষ হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে। এরই মধ্যে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। ‘এক্সকিউজ মি’ সিনেমার কাজ শেষ। শুধু ডাবিং বাকি। ‘চারুলতা’ সিনেমার প্রথম ধাপের কাজ শেষ। চলতি সপ্তাহে দ্বিতীয় দফায় শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
চেনা জায়গা অচেনা
সাময়িক পরিস্থির কারণে চেনা জায়গাটা অচেনা লাগছে। বেশ কয়েক মাস পুরো ইন্ডাস্ট্রির কাজ ছিল না। এতে করে সকলের কাজে প্রভাব পড়েছে। পুনরায় কাজ শুরু হয়েছে। তার মধ্যেও আমি সব ধরনের কাজ করছি। তবে আগেও কম কাজ করেছি, এখনো করছি। কোয়ালিটি সম্পূর্ণ কাজ করছি। আমাকে কাস্টিং করে ট্যালেন্ট দেখে। যোগ্যতা দেখে কাজে নেয়। কারো সঙ্গে আমার কোনো খাতির নেই।
কটাক্ষ
সমালোচনা নিয়ে কখনো মাথা ঘামাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা বাস্তবে সব সময় আমি রিয়েল। সাধারণত নায়িকারা যেমন আমি তেমন না। আমি যখন প্রথম বই বের করি তখন অনেকেই না করেছে। অনেক ধরনের কথা বলেছে। সেসব কথা কানে না নিয়ে কাজ করে গেছি।
আমাদের কয়জন নায়িকা পেইন্টিং করতে পারে? ইংল্যান্ডের ওয়েলসে অবস্থিত গ্লিন্ডউর ইউনিভার্সিটি থেকে ‘বিজনেস’ বিষয়ে ডিগ্রি অর্জন করেছি। পড়াশোনায় সবসময় সিরিয়াস ছিলাম। আমি সবার মতো না। কখনো হতেও চাই না। আর যেভাবে নায়িকা হতে হয় সেভাবে আমার হওয়ারও দরকার নেই। কাজ করলে সমালোচনা হবেই। যারা সৎ পথে থাকে তাদের নিয়ে অনেকেই সমালোচনা করে। সমালোচনা তাকে নিয়েই হয় যে যোগ্য। আমি সমালোচনা ইতিবাচক ভাবে দেখি।
মূল্যায়ন
আমাদের দেশে শিল্পী ও শিল্পর মূল্যায়ন হচ্ছে না। কখনোই হয়নি। শিল্পীকে মূল্যায়ন করা খুব সোজা না। এটি খুবই কঠিন একটা বিষয়। আর শিল্পী হয়ে ওঠা অনেক কষ্টের। আমি যে কখন শিল্পী হতে পারব জানি না। তবে আমৃত্যু চেষ্টায় থাকব, শিল্পী হতে চাই।
এবারের বইমেলায় কবিতার বইয়ের একটা কবিতার শেষ লাইন ঠিক এমন, ‘শিল্পীর মৃত্যু আবশ্যক’। একজন শিল্পীকে মূল্যায়ন করা অনেক ডিফিকাল্ট। শিল্পীকে মূল্যায়ন করা এত সোজা না। শিল্পীর যাত্রা পথ ভীষণ কঠিন। একজন শিল্পীর মূল্যায়ন হয় তখন যখন সে আর থাকে না। কিন্তু তার শিল্প কর্ম থেকে যায়। হারিয়ে আমরা আফসোস করি কি হারালাম।
অথচ বেঁচে থাকতে মূল্যায়ন করি না। বেঁচে থাকতে পৃথিবীতে কোনো শিল্পীরই মূল্যায়ন হয়নি। শিল্পীর মূল্যায়ন করার যোগ্যতা হয় না। সত্যজিৎ রায় যখন সিনেমা বানাতেন তখন তাকে নিয়ে প্রচুর সমালোচনা হতো, প্রচুর প্রশ্ন ছুড়তেন মানুষ। ভারতে একসময় তার সিনেমা মানুষ দেখত না।
আজ তার সিনেমা নিয়েই আলোচনা হচ্ছে। ঋত্বিক ঘটক, আমাদের জহির রায়হান তাদের নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু তাদের আমরা কখনো ফেলে দিতে পারব না। তবে বাস্তব জীবনে শিল্পীর মূল্যায়ন করা কঠিন।
নাটকে নেই
আমি অনেক বেশি নাটক করিনি। আমি হিসেব করে চলি না। তবে কাজ পাগল। ভালো কাজের পাগল। সেই জায়গা থেকে ২০১৮ সালে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমা করেছি। তখন ইন্ডাস্ট্রিতে সবে কাজ করছি। তখন ঝুঁকি নিয়ে কাজটি করেছি। সিনেমা করার দুই বছর আগে থেকে কোনো কাজ করিনি।
আমরা স্ট্রাগল প্রথম দিন থেকেই শুরু হয়েছে। আমি শিল্পী হওয়ার যাত্রায় আছি। আমার যাত্রাটা অনেক বেশি কঠিন। যে কারণে মানুষ আমার দিকে তীর ছুড়ে বেশি। তখন নাটক করত হাতেগোনা চার থেকে পাঁচজন। সেই জায়গা থেকে কাজ করতে পারতাম না।
আর যে ধরনের নাটক হতো সেগুলো থেকে ভালো টাকা পাওয়া যেত ঠিক কিন্তু ভালো কাজ ক্যারিয়ারে যুক্ত হতো না। আমি সে রকম কাজ কখনোই করতে চাই না। আমি শুধু টাকার জন্য কাজ করি না। টাকা আমাকে টানে না।