ফাল্গুন নাকি ভ্যালেন্টাইনস, প্রভার পছন্দ কোনটি?

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৩:০১ পিএম

ফাল্গুন নাকি ভ্যালেন্টাইনস, প্রভার পছন্দ কোনটি?

ফাইল ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবন ও ভালোবাসা দিবস নিয়ে কথা বলেছেন। প্রভা বলেন, ‘যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছে করে, তখন করি। আবার যখন ফাল্গুন পালন করতে ইচ্ছে করে, তখন ফাল্গুন। বাংলা একাডেমি যেটা করেছে, ১৩ ফেব্রুয়ারি (পয়লা ফাল্গুন) আর ১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) এক করে ফেলেছে। বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা বেছে নেবেন!’

প্রভা আরও বলেন, ভালোবাসা হল সম্মান ও বিশ্বাসের ব্যাপার। যে মানুষটিকে ভালোবাসব, তার জন্য আমার পর্যাপ্ত সম্মান থাকবে।

তবে ফাল্গুন এবং ভালোবাসা দিবসের মধ্যে কোনটি বেছে নেবেন, সেই প্রশ্নে প্রভা বলেন, ‘আমার প্ল্যান শুধু ফাল্গুন নিয়ে। আমি খুশি যে, ভালোবাসা দিবস আর ফাল্গুন একই দিনে এসেছে। কারণ, লালের চেয়ে আমার বাসন্তী রঙ বেশি পছন্দ।’

আরবি/এফআই

Link copied!