জীবনের ঝুঁকি নেই, শুধু শরিফুলের জীবনটা নষ্ট হয়ে গেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:০৪ পিএম

জীবনের ঝুঁকি নেই, শুধু শরিফুলের জীবনটা নষ্ট হয়ে গেল

সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা মুম্বাই শহর। হামলার তিন দিন পরেই পুলিশের জালে ধরা পড়েছিলেন মূল অভিযুক্ত শরিফুল ইসলাম।

এই ঘটনার প্রায় একমাস হতে চললো। গত কয়েক দিন হলো, ফের কাজে ফিরেছেন সাইফ। প্রশ্ন উঠছে, এখন নিরাপত্তার খাতিরে কী কী বিষয় মাথায় রাখছেন অভিনেতা?

সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে সেই রাতের ঘটনা নিয়ে মুখ খুলেছেন সাইফ। নিজের নিরাপত্তায় বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখবেন কি না, তা নিয়েও কথা বলেছেন তিনি।

এক সময়ে বন্দুক রাখতেন সাইফ। কিন্তু সন্তানদের সুরক্ষার কথা ভেবে আর রাখেননি। সাইফ বলেছেন, আমার নিজেরও একটি বন্দুক ছিল। সৌভাগ্যবশত, এখন আর আমি বন্দুকটা রাখি না। এখন আর বন্দুক রাখায় বিশ্বাস করি না আমি। ভেবেছিলাম, বন্দুক দেখলেই বাচ্চারা হাত দেবে। তারপর আরেক সমস্যা হবে।

সাইফ আরও বলেন, পতৌদীদের কাছে আগে বন্দুক থাকত ঠিকই। রাজওয়ারা ও রাজস্থানি— যাদের কাছে সাধারণত বন্দুক থাকে, তারা সকলে আমাকে মেসেজ পাঠাচ্ছে। তারা বলছে, দুষ্কৃতী কীভাবে পালিয়ে বাঁচল সেই রাতে। আমার বাবা কিন্তু বন্দুক নিয়ে ঘুমাতেন। কিন্তু আমি মনে করি, বন্দুকের জন্য অঘটন ঘটে যেতে পারে। বাচ্চারা এসব নিয়ে খেলতে আসে। তারপর অঘটন ঘটে গেলে মুশকিল।

তাহলে ভবিষ্যতে কি নিজের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখবেন সাইফ? অভিনেতা বললেন, মনে হয় না, আমি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখব। আমার জীবনযাপনে কোনও পরিবর্তন হবে না। আমার মনে হয় না, আমার আর কোনও ঝুঁকি রয়েছে। এটা একটা ডাকাতির ঘটনা ছিল মাত্র। আমার চেয়ে বরং ওই গরিব মানুষটার (অভিযুক্ত শরিফুল ইসলাম) জীবনটা নষ্ট হয়ে গেল।

রূপালী বাংলাদেশ

Link copied!