ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে মেকআপের প্রশিক্ষণ নিয়েছেন। দেশে ফিরে পেয়েছেন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) সম্মাননা। মিষ্টি হাসির এই অভিনেত্রী দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন, সাম্প্রতিক বিষয়বস্তুসহ তার অভিনয় ক্যারিয়ার নিয়ে।
সম্মাননা
অ্যাওয়ার্ড পেলে সবসময় অনেক বেশি ভালো লাগে। যে কোনো সম্মাননা আমার কাছে একইরকম প্রাপ্তির। আমার কখনো মনে হয় না, এটা খুব নরমাল। সম্মাননা সবসময় আনন্দের। আজ থেকে ১০ বছর পরেও ঠিক একই রকম অনুভূতিই থাকবে।
শুটিং
অভিনয়শিল্পীদের নিয়ে অনেকের অনেক ধারণা। অনেকে মনে করেন, অভিনয়ে করতে কোনো কষ্টই হয় না। শুধু মেকআপ নিয়ে সুন্দরভাবে সেজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম আর অভিনয় হয়ে গেল। আসলে বিষয়টা এমন না। আমাদের অনেক কষ্ট করে কাজ করতে হয়। এটা যারা সামনে থেকে দেখে না তারা বুঝতে পারে না। শুটিংয়ে যাওয়ার সময় আছে কিন্তু ফেরার সময় নেই। আমরা যতটা সহজ ভাবি আসলে অভিনয় ততটা সহজ নয়। শুটিং অনেক পরিশ্রমের। অনেক কষ্টের এবং ধৈর্যের কাজ। যখন সেই কষ্টের মূল্যায়ন করা হয় তখন অনেক ভালো লাগে। এগিয়ে যেতে সাহস জোগায়, দায়িত্ববোধ আরও বেড়ে যায়।
ব্যস্ততা
কিছুদিন আগে দেশে এসেছি। কাজের প্রস্তুতি নিচ্ছি। ভালো কাজের আগ্রহ আছে। এখন আমার দুটি পেশা, অভিনেত্রী ও মেকআপ আর্টিস্ট। আমার আবেগ, অনুভূতি বা ভালোবাসা যেটাই বলি না কেন সেটা হল অভিনয়। এ ছাড়া মেকআপ আর্টিস্ট হিসেবেও নিজেকে সু-প্রসন্ন করা চেষ্টা করছি। সেই সঙ্গে যে কোনো ক্রিয়েটিভ কাজই আমার পছন্দ।
চলচ্চিত্র
বড় পর্দায় কেন যেন আমার ভাগ্য সু-প্রসন্ন হয় না। যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে, কেন জানি কাজটা আর শেষমেষ হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না, যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলব। তবে আমি মনে করি ভাগ্য থাকলে সিনেমা অবশ্যই ধরা দিবে।
রাজনীতি
আমি খুব নির্ঝঞ্জাট থাকতে পছন্দ করি। মতামত থাকবে কিন্তু তা নিয়ে শোঅফ করতে চাই না। কাজটা মন দিয়ে করতে চাই। আমৃত্যু অভিনয় চালিয়ে যাব। এর বাইরে অন্য কিছু ভাবতে চাই না।
পার্থক্য
যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছি। এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। আমাদের সঙ্গে সেখানকার অনেক ব্যবধান। অনেক নতুন কিছু শিখেছি। ওখানে আমার মেক্সিকান বান্ধবী হয়েছে। প্রথমে জানাইনি যে, আমি অভিনেত্রী। যখন জানতে পারে বেশ খুশি হয়েছে। আমাকে নিয়ে গর্ব করে। আমিও সব সময় সারপ্রাইজ দিতাম।
ওটিটি
আমি একজন শিল্পী সব মাধ্যমে কাজ করতে চাই। আমার কাছে মাধ্যম নয়, গল্প ও চরিত্র গুরত্বপূর্ণ। প্রতিনিয়ত শিখছি। নিত্য নতুন চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই। একজন শিল্পীর খুদা কখনোই শেষ হয় না। সে যত ভালো কাজ করুক না কেন, সেই কাজ ছাপিয়ে আরও ভালো করার জন্য নিরলস পরিশ্রম করে। আমিও নতুন নতুন চরিত্রে চ্যালেঞ্জ নিয়ে নিজেকে মেলে ধরতে চাই।
আপনার মতামত লিখুন :