আজ থেকে ‘সবুজ গ্রাম পাথরের শহর’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০১:৪৭ পিএম

আজ থেকে ‘সবুজ গ্রাম পাথরের শহর’

ছবি: সংগৃহীত

আজ থেকে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভিতে প্রচার শুরু তারকাবহুল ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম পাথরের শহর’। নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি।

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সালাউদ্দিন লাভলু, আশীষ খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), শরাফ আহমেদ জীবন, শ্যামল মাওলা, মায়মুনা মম, শামিম আহমেদ মনা, সেমন্তী সৌমি, একে আজাদ সেতু, শতাব্দী ওয়াদুদ, শবনম পারভীন, সূচনা শিকদার, রেশমা আহমেদ, নূর এ আলম নয়ন, জুনেদ আতিক, তানিয়া লিজা, দাউদ নূর, শহীদ চিশতী, আজরা জেবিন তুলি, অমিতাভ রাজীব, নিয়ামূল করিম, শিখা কর্মকার, জাফর মাহফুজ, তুহিন খান, মো. রফিক প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা গেছে, আজ থেকে ‘সবুজ গ্রাম পাথরের শহর’ প্রচার হবে সপ্তাহে তিন দিন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯.২০ মিনিটে। সার্বিক ব্যবস্থাপনায় আছেন বৈশাখী টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান।

রূপালী বাংলাদেশ

Link copied!