নব্বই দশকের মাঝামাঝি সময়ে বলিউডের কিং খান শাহরুখ খান ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছিলেন। সেসময় তাকে একটি রোমান্টিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়, যা পরবর্তীতে বলিউডের ইতিহাসে অন্যতম সর্বাধিক দর্শকপ্রিয় সিনেমা হয়ে দাঁড়ায়। কিন্তু তখন শাহরুখ খান ওই সিনেমার প্রস্তাব বারবার ফিরিয়ে দেন। এটি ছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (DDLJ) – একটি সিনেমা, যা মুক্তির পর বিশ্বব্যাপী ব্যাপক সফলতা অর্জন করে।
বলিউড লাইফ ডটকমের এক প্রতিবেদনে জানা গেছে, নব্বই দশকে বড় প্রোডাকশন হাউজ যশরাজ ফিল্মস একটি রোমান্টিক সিনেমায় শাহরুখ খানকে চরিত্রটি অফার করে। কিন্তু সেই সময় শাহরুখ খান চারবার সিনেমাটির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শেষমেশ, তিনি সম্মতি দেন এবং সিনেমাটি করেন। তার অভিনয়ে রাজ চরিত্রটি এবং কাজল তার বিপরীতে সিমরান চরিত্রে অভিনয় করেন।
১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ৪০ কোটি রুপি বাজেটের বিপরীতে আয় করে প্রায় ২০০ কোটি রুপি, যা তখনকার সময়ের জন্য বিশাল সাফল্য ছিল। এই সিনেমার মাধ্যমে শাহরুখ খান ও কাজলের রসায়ন দর্শকদের কাছে হৃদয়গ্রাহী হয়ে ওঠে। পাশাপাশি মেহেন্দি লাগা কে রাখনা গানটি এখনো বিয়েবাড়ির অন্যতম জনপ্রিয় গান হয়ে রয়েছে।
শাহরুখ খান, যিনি এখন রোমান্স কিং হিসেবে পরিচিত, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার মাধ্যমে বলিউডে এক নতুন অধ্যায় সৃষ্টি করেন। সিনেমাটি শুধু বক্স অফিসে না, বরং দেশের সিনেমাপ্রেমীদের মনেও চিরকাল জায়গা করে নিয়েছে।