প্রশংসা কুড়াচ্ছে বৃদ্ধাশ্রমের গল্প ‘দায়মুক্তি’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৩:৫৯ পিএম

প্রশংসা কুড়াচ্ছে বৃদ্ধাশ্রমের গল্প ‘দায়মুক্তি’

দিলারা জামান ও আবুল হায়াত। ছবি: সংগৃহীত

গত শুক্রবার দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বৃদ্ধাশ্রমের গল্পে নির্মিত সিনেমা ‘দায়মুক্তি’। সিনেমাটি নির্মাণ করেছেন অসংখ্য সুপারহিট সিনেমার পরিচালক বদিউল আলম খোকন। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এর গল্প, নির্মাণশৈলী ও অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুষ্মি রহমান।

সিনেমাটি দেখে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি লায়ন এম. নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘গল্পই হচ্ছে এই সিনেমার প্রাণ। আমি পরিবার নিয়ে সিনেমাটি দেখেছি। সামাজিক গল্পে নির্মিত সিনেমাটিতে অনেক বার্তা আছে। এ প্রজন্মের সিনেমাটি দেখা উচিত।’

‘প্রেমের তাজমহল’খ্যাত চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব বলেন, ‘সিনেমাটিতে অনেক বার্তা আছে, যা বর্তমান সময়ের তরুণ প্রজন্মের দেখা দরকার। গল্পটি পুরো সময়জুড়ে দর্শক ধরে রাখবে। এ ছাড়া আবুল হায়াত, দিলারা জামান, সুচরিতা আপা এবং সুষ্মি রহমান নবীন হিসেবে বেশ ভালো অভিনয় করেছেন। সব মিলিয়ে পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। আমার কাছে বেশ ভালো লেগেছে।’

রাজধানীর ধানমণ্ডি থেকে আগত এক দর্শক বলেন, ‘পোস্টার দেখে সিনেমাটি দেখতে এসেছি। বর্তমানে সামাজিক গল্পের সিনেমা খুব একটা দেখা যায় না। তা ছাড়া অনুদানের সিনেমা হিসেবে কোনো কিছু এই সিনেমায় কমতি নেই। দায়মুক্তি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা।’

সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর সন্তান হিসাবে মা-বাবার প্রতি আমাদের দায়িত্বটা কি তার একটা সুন্দর গল্প এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি আশা করছি, সবার ভালো লাগবে।’

রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যনারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নিরব এবং আলি আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির। প্রযোজনা করেছেন মো. জসিম উদ্দিন। ২০১৭ সালে সরকারি অনুদান পায় সিনেমাটি।

রূপালী বাংলাদেশ

Link copied!