বিয়ে করছেন আনমুল বালুচ, নতুন জীবনের সঙ্গী কে!

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১১:৫৭ এএম

বিয়ে করছেন আনমুল বালুচ, নতুন জীবনের সঙ্গী কে!

ছবি: ইন্টারনেট

বিয়ে করতে যাচ্ছেন পাকিস্তানি টেলিভিশন ড্রামার জনপ্রিয় অভিনেত্রী আনমুল বালুচ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। তার নতুন জীবন কার সঙ্গে শুরু করবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। 

পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, আনমুল বালুচের বাগদত্তার নাম উমাইর বেগ, যিনি পাকিস্তানের এক প্রখ্যাত ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রীর পুত্র। বর্তমানে তিনি বেগ গ্রুপের পরিচালকের দায়িত্বে আছেন। এখন পর্যন্ত আনমুল বালুচ কিংবা তার প্রতিনিধির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে পাকিস্তানি বিনোদন জগতে এই খবরটি ব্যাপক সাড়া ফেলেছে। 

সম্প্রতি, পাকিস্তানের বেশ কিছু সেলিব্রিটির ব্যক্তিগত জীবনও আলোচনায় এসেছে, যাদের মধ্যে কুবরা খান, গহর রশিদ, নীলম মুনির এবং মৌরা হোসেনের নাম উল্লেখযোগ্য। আনমুল বালুচ পাকিস্তানি বিনোদন জগতে বেশ কিছু হিট টেলিভিশন ড্রামা উপহার দিয়েছেন। তার এই ড্রামাগুলো দেশজুড়ে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রশংসিত হয়েছে। 

তবে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখেন, এবং এখন পর্যন্ত বিয়ের খবর সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

রূপালী বাংলাদেশ

Link copied!