বলিউডের জনপ্রিয় নায়ক গোবিন্দা। যিনি আশির দশকে ‘হাস্যরস ও অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। দীর্ঘদিন পরেও তার ভক্তদের হৃদয়ে একইভাবে অবস্থান করছেন। যদিও বর্তমানে বড় পর্দায় খুব একটা উপস্থিতি নেই, তবে তার ভক্তদের সংখ্যা কমেনি। সম্প্রতি, তিনি এক সাক্ষাৎকারে তার জীবনযুদ্ধে অভ্যস্ত হওয়ার কিছু অজানা দুঃখের কথা শেয়ার করেছেন।
তবে এই দুঃসময় অভিনেতার জীবনে নতুন বা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, পরিবারে পরপর ১১ জনের মৃত্যু! সম্পূর্ণ তছনছ হয়ে যায় গোবিন্দার জীবন। এর মধ্যে রয়েছে তার কোলের সন্তানও।
বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে গোবিন্দা নিজেই জানান এই কথা। তিনি বলেন, ‘আমি আমার পরিবারের ১১ জনের মৃত্যু দেখেছি। সঙ্গে আমার মেয়েটাও মারা যায়।’
মেয়ের বয়স তখন ৪ মাস। প্রি-ম্যাচিওর ছিল সে, অনেক কষ্ট করেও শেষরক্ষা হয়নি। জন্মের পরেই মৃত্যু হয় তার। এখানেই শেষ নয়, বাবা-মা থেকে শুরু করে দুই ভাই, এক বোন ও তার স্বামীকেও হারান গোবিন্দা। ভাই-বোনদের সন্তানদের দায়িত্ব এসে পড়ে অভিনেতার কাঁধে।
না, দায়িত্ব থেকে পালিয়ে যাননি গোবিন্দা। তাদের পাশে দাঁড়িয়েছেন। ভাগ্নে কৃষ্ণা অভিষেক ভারতের শোবিজ দুনিয়ায় বেশ পরিচিত নাম। তার আর এক ভাগ্নি রাগিনী খান্নাও বলিউডে বেশ নাম করেছেন। দুই ছেলে মেয়েকে নিয়ে গোবিন্দাও সুখে আছেন। তবু অতীত এখনও তাকে বিধ্বস্ত করে মাঝেমধ্যে। মনে পড়ে যায় হারিয়ে ফেলা মানুষদের কথা।