গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে সিনেমা ‘ডাকু মহারাজ’-এর গান দাবিডি দিবিডি, যেখানে দর্শকরা অবাক হয়ে লক্ষ্য করেন উর্বশী রৌতেলার নৃত্য এবং তার সঙ্গে নন্দমুরি বালাকৃষ্ণের পারফরম্যান্স। এই গান প্রকাশের কিছু সময়ের মধ্যেই, নেটিজেনরা উর্বশীর নাচ নিয়ে তীব্র সমালোচনা শুরু করেন। একাংশের মতে, তার নাচ ছিল ‘অশালীন’ এবং ছবিতে তাকে যৌনতার প্রতীক হিসেবেই উপস্থাপন করা হয়েছে। অনেকে এই পারফরম্যান্সকে `কুরুচিকর` বলেও অভিহিত করেন।
এই বিতর্কের পর, উর্বশী রৌতেলা তার পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যখন একটি ছবির জন্য আমি চুক্তিবদ্ধ হই, তখন সব কিছু পরিচালকের ওপর ছেড়ে দিই। চরিত্রটি চিত্রনাট্যের ভিত্তিতে লেখা হয় এবং আমি খুব বেশি পরিচালকের কাজের মধ্যে নাক গলাই না। যখন ছবির জন্য রাজি হয়ে যাই, তখন পরিচালককে প্রশ্ন করি না। পরিচালকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়।
উর্বশী আরও বলেন, এমন সমালোচনা হওয়ার পরও আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ সাফল্যের সাথে সমালোচনা আসে। সফল হলে তাতে কাঁটাছেড়া হবেই। এদিকে, উর্বশীকে তার কাজের জন্য বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হচ্ছে, তবে তিনি তার পেশাদারিত্বের প্রতি বিশ্বাস রেখে এই সব সমালোচনা মোকাবেলা করছেন।