বার্লিন চলচ্চিত্র উৎসবে ট্রাম্পের সমালোচনা করলেন টিল্ডা সোইন্টন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০২:১৭ পিএম

বার্লিন চলচ্চিত্র উৎসবে ট্রাম্পের সমালোচনা করলেন টিল্ডা সোইন্টন

ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সোইন্টন

সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে তার মতামত প্রকাশের জন্য পরিচিত ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সোইন্টন এবার আবারো বিতর্কিত মন্তব্য করেছেন। সম্প্রতি, ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমার প্রতি তার অসামান্য অবদানের জন্য তাকে একটি বিশেষ সম্মাননা গোল্ডেন বেয়ার পুরস্কার দেয়া হয়। 

তবে এই পুরস্কার গ্রহণের পর, ৬৪বছর বয়সী অভিনেত্রী ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন, যদিও সরাসরি তার নাম না নিয়ে তিনি কঠোর সমালোচনা করেন। টিল্ডা বলেন, আমরা এই রাষ্ট্রপৃষ্ঠপোষিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণহত্যা দেখতে পাচ্ছি।

একটি সাম্প্রতিক সময়ে, ট্রাম্প গাজা থেকে বাসিন্দাদের তুলে সেখানে থাকা দেশগুলোর মধ্যে যেমন মিশর ও জর্ডানকে তাদের আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন, যা টিল্ডার মন্তব্যের সূত্রপাত হতে পারে। তার এই মন্তব্যে গাজা সংকট ও ট্রাম্পের ভূমিকাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে।

এই বছরকার উৎসবে ১৯টি চলচ্চিত্র গোল্ডেন বেয়ার পুরস্কারের জন্য প্রতিযোগিতা করছে। মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক মণ্ডলীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আমেরিকান প্রযোজক টড হেইঞ্জ।

একটি সাক্ষাৎকারে, টিল্ডা মন্তব্য করেন, প্রযোজকরা এখন এক ধরনের সংকটের মধ্যে আছেন। তাদের জন্য ভয়াবহ, যখন তারা দেখেন যে আবারো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন। তিনি আরও যোগ করেন, বার্লিন চলচ্চিত্র উৎসব সবসময় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশে সাহসী ভূমিকা পালন করে আসছে।

এই বক্তব্যের মাধ্যমে টিল্ডা সোইন্টন তার রাজনৈতিক মতামত এবং চলচ্চিত্রের মাধ্যম থেকে শক্তিশালী বার্তা প্রচার করেছেন, যা চলচ্চিত্র দুনিয়ার বাইরে চলমান সংকটের প্রতি মানুষের সচেতনতা বাড়াতে সাহায্য করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!