বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে ব্রেকআপের পর ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। এবার সে প্রেমিককেই ‘কুমির’-এর সঙ্গে তুলনা করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ছিল প্রেমিক ওয়াকারের জন্মদিন। বিশেষ দিনটিতে ছিল ভালোবাসা দিবসও। তাই সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা জানান অনন্যা।ইনস্টাগ্রামে ওয়াকারের একটি ছবি আপলোড করে ক্যাপশনে লেখেন, শুভ জন্মদিন ওয়াকার ব্ল্যাঙ্কো। এরপরই জুড়ে দেন কুমিরের একটি ইমোজি।
নিজের প্রেমিককে ‘কুমির’ এর সঙ্গে তুলনা করায় নেটিজেনদের মনে শুরু হয় জল্পনা-কল্পনা। ওয়াকারের স্বভাব কুমিরের মতো সে ইঙ্গিতই দিয়েছেন অভিনেত্রী, এমনটাই মনে করছেন ভক্তরা। তবে পোস্টের কোনো উত্তর এখনও দেননি ওয়াকার। ওয়াকার শিকাগোর প্রাক্তন মডেল। পড়াশুনা করেছেন ওয়েস্টমিনস্টার ক্রিস্চান স্কুলে। পশুপ্রেমী হওয়ায় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির গুজরাতের জামনগরের পশু আশ্রয়স্থল বনতারায় কাজ করছেন।
সেই সূত্রেই আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় তাদের। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।এখন প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে ওয়াকারের সঙ্গী হিসেবে দেখা যায় বলি অভিনেত্রী অনন্যাকে। একইভাবে অনন্যার সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের কথা অকপটে স্বীকার করতে দেখা গেছে ওয়াকারকেও।
আপনার মতামত লিখুন :