দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে চিত্রনায়িকা পরীমণির। এরই মধ্যে ভালোবাসা দিবসের পরদিন জানালেন তার `ভ্যালেন্টাইন` এর কথা! যার সঙ্গে তার অনুরাগীদের পরিচয় করে দেবেন বলে এক ফেসবুক পোস্টে আগাম বার্তাও জানিয়ে দেন পরী।
নায়িকার সেই স্ট্যাটাস দেখে ভক্তমহলেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কারও প্রতিক্রিয়া, নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি।
এ ঘোষণার পর রাত ১০ টায় লাইভে এসে ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরীমণি। সেই ভ্যালেন্টাইন অবশ্য কোনো ব্যক্তি নন। তারা সেই ভ্যালেন্টাইন একটি অনলাইন কেনাকাটার শপ! যেখানে মূলত, বাচ্চা ও মায়েদের পোশাক পাওয়া যায়।
প্রসঙ্গত, সম্প্রতি ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সামছুল হুদা পরিচালিত সিনেমাটিতে পরী প্রথমবারের মতো রূপালি পর্দায় জুটি বাধছে চিত্রনায়ক নিরবের সঙ্গে। গেল মাসে ‘গোলাপ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে।
আপনার মতামত লিখুন :