চুপিসারে বিয়ের পিঁড়িতে মেহজাবীন চৌধুরী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০২:২৪ পিএম

চুপিসারে বিয়ের পিঁড়িতে মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

চুপিসারে দীর্ঘদিনের ‘প্রেমিক’ বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করছেন ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী। আগামী ২৩ ফেব্রুয়ারি মধুমতি মডেল টাউনে হবে তাদের গায়ে হলুদ। একই জায়গায় ২৪ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা। কাছের মানুষদের নিয়ে বিয়ের এই আনুষ্ঠানিকতা সারছেন বলে অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়ে মেহজাবীনের মন্তব্য পাওয়া যায়নি।

মেহজাবীন চৌধুরীর সঙ্গে রাজীবের সম্পর্কের গুঞ্জন আরও আগে থেকেই চর্চিত। অসংখ্যবার প্রেম ও বিয়ের খবরে শিরোনাম হয়েছেন তারা। তবে বরাবরই এ বিষয় এড়িয়ে গেছেন মেহজাবীন ও রাজীব। এক সাক্ষাৎকারে রাজীব বলেছিলেন, ‘মেহজাবীন আমার জীবনের সেরা ও মূল্যবান ব্যক্তি।’ তবে প্রেম ও বিয়ে প্রসঙ্গে এড়িয়ে গেছেন তিনি।

এমনও শোনা গেছে, বছর খানেক আগে তারা বিয়ে করে একসঙ্গে গুলশানের একটি ফ্ল্যাটে থাকছেন। প্রায়ই নাকি তারা অবকাশ যাপনে যান। তবে এতদিন প্রেমের খবর উড়িয়ে দিলেও অবশেষে রাজীবের গলায় মালা দিচ্ছেন মেহজাবীন!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন তিনি। বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। কয়েক বছর ধরে বেছে বেছে কাজ করছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!