ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

‘আপা শুনেন, আমি ভয় পাই না’

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৪:০০ পিএম
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশের দুই ইনফ্লুয়েন্সার নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি ও বারিশ হকের ঝগড়া যেন থামছেইনা। দুজনের তর্কবিতর্ক ক্রমেই বেড়েই চলেছে।

সেই বিতর্কেই আবারও হাওয়া দিলেন তনি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে ক্ষোভ প্রকাশ করে একটি স্ক্রিনশট জুড়ে পোস্ট দিয়েছেন তনি। তবে পোস্টে কারো নাম উল্লেখ করেননি তিনি।

ওই পোস্টে তনি লিখেছেন, ‘এর থেকে আর কি নোংরা ভাষা হতে পারে আমার জানা নেই! টকশোতে যুক্তিতে পারেননি আপনি, আর আপনার তবলা বাদক জামাই আমার হাজব্যান্ডের মতো একজন ভদ্র মানুষকে জড়িয়ে স্যাক্সুয়াল হ্যারাজমেন্ট ইঙ্গিত করে যে পোস্ট করেছে নিশ্চই ভুলে যান নাই! গতকাল আমি উমরাহ করতে আল্লাহর ঘরে আসছি, আসার আগে একটা পোস্ট করে আমার সাইড থেকে সব থামিয়ে দিয়ে আসছি, কিন্তু আপা আপনি তো থামবেন না, আপনি ভেবেছেন আমি ভয় পেয়েছি!’

‘অনেক সুশীলদের তো আমার ভাষা নিয়ে মাথা ব্যথা হয়েছে, আমি একটু জানতে চাই এই ধরনের ভাষা যদি কেউ আপনার হাজব্যান্ডকে নিয়ে ব্যাবহার করে আপনি কী করবেন?’ প্রশ্ন রেখে তনি লিখেছেন, ‘আপনার নামে প্রতিদিন যত লাইভ প্রেজেন্টার আর উদ্যোক্তাদের কমপ্লেইন আছে সবাইকে সঙ্গে নিয়ে একটা প্রেস কনফারেন্স করলে কেমন হয় আপা! দেখি আপনি আর আপনার তবলা কয়টা অভিযোগের উত্তর দিতে পারেন! আপনি প্রথমে পোস্ট দিয়েছেন আমি ফেইক রেস্টুরেন্ট মালিক, আবার আপনার কত চুলকানি থাকলে আপনি আমার রেস্টুরেন্টে কল দিয়ে জিজ্ঞেস করেন—আমি মালিক কিনা! এত হিংসা কেন! আপনি মানুষকে কী পরিমাণ অত্যাচার করতে পারেন, হাউন আংকেলকে দিয়ে ব্লগার ছেলেটাকে কী অত্যাচারটা করছিলেন নিশ্চয়ই মনে আছে!’

এই নারী উদ্যোক্তা আরো লিখেন, ‘জুয়া প্রমোশন, ক্ষতিকর পণ্য প্রমোশন, মানুষকে কল দিয়ে দিয়ে থ্রেট দেওয়া, মানুষের টাকা নিয়ে ঠিক মতো কাজ না করা, আরো কত কি! ঠিক আছে, আমি দেশে আসি, সবাইকে ডাকি, দেখি কতজনের অভিযোগের উত্তর আপনি দেন! আর আপা শুনেন, আমি ভয় পাই না, আমার স্পষ্টতা আর স্বচ্ছতার জন্য ভয় আমাকে ভয় পায়!’