নানাকে খুঁজে বেড়াচ্ছেন হিমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৫:৫০ পিএম

নানাকে খুঁজে বেড়াচ্ছেন হিমি

ছোট পর্দার প্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। খুব অল্প সময়েই জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন তিনি। ছোটবেলা থেকে নাচ, গান, আবৃত্তির মধ্যেই বিচরণ করেছেন তিনি। এরপর বড় হয়ে মডেলিংয়ের পর নাম লেখান অভিনয়ে। মেধা আর সাবলীল অভিনয় দিয়ে খুব অল্প সময়েই নিজের শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। কিন্তু তার জীবনে ঘটে এক বিপত্তি। খুঁজে পাওয়া যাচ্ছে না হিমির নানা রহমত উল্লাহ খানকে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়ে গেছেন তিনি। খবরটি হিমি তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন। 

হিমি লেখেন, হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ ( সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি।  আমার নানা ডিমেনশিয়ার রোগী। কোনো ঠিকানা মনে করতে পারেন না। ফজরের ওয়াক্ত থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। মামারা খুঁজছেন। মাইকিং করা হচ্ছে এলাকায়।

হিমি আরও বলেন, আগেও এরকম হয়েছে। দেখা গেছে অন্য আত্মীয়ের বাসায় চলে গেছেন। পরে খুঁজে পাওয়া গেছে। কিন্তু এবার আশপাশে সম্ভাব্য জায়গাগুলো খোঁজ করা হয়েছে। কোথাও পাওয়া যায়নি।  এদিকে হিমির সহকর্মীদের অনেকেই অভিনেত্রীর হারানো বিজ্ঞপ্তির পোস্ট শেয়ার করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!