বিচ্ছেদ মানেই শত্রু নয়, তাহলে কি সম্পর্কের নতুন মোড়!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৬:৫১ পিএম

বিচ্ছেদ মানেই শত্রু  নয়, তাহলে কি সম্পর্কের নতুন মোড়!

তাহসান ও মিথিলা

নতুন করে ঘর বেঁধেছেন তাহসান খান। গায়কের দ্বিতীয় বিয়ের পর থেকেই বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। তাহসানের বিয়ের পর কি মুখ দেখাদেখি বন্ধ তাঁদের? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানান, তাঁদের নিয়মিত কথা হয়। এমনকি, তাহসানের বিয়ের পর তাঁকে নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন মিথিলা। তবে, এই পুরোটাই সম্ভব হয়েছে যার কারণে, সে মেয়ে আয়রা। যদিও মিথিলা নিজেও এই ধারণায় বিশ্বাসী নন যে, বিচ্ছেদ হয়ে গেলেই একে অপরের শত্রু  হয়ে যেতে হবে। 

এই অভিনেত্রী জানান, বাবা-মা হয়ে গেলে সন্তানের ভালোর কথা ভেবে অনেক কিছুই করতে হয়ে। আমার সন্তানের কাছে তার বাবা-মা সমান। দুটো মানুষের বিচ্ছেদ হয়ে গিয়েছে মানে তাঁরা শত্রু, এই ধারণা ভুল। বিচ্ছেদ নানা কারণে হতে পারে। তার জন্য কি আমরা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করব? যখন একটা সন্তান থাকে। তখন তার ভালটা সবার উপর রাখতে হয়। আমাদের নিয়মিত কথা হয় ও দেখা হয়। 

প্রসঙ্গ,  দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ছিল তাহসান মিথিলার। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ২০১৯-এর ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। যদিও মেয়ে আয়রার অভিভাবকত্ব যৌথ ভাবেই পালন করছেন তাহসান-মিথিলা। অবশ্য বেশির ভাগ সময় মায়ের সঙ্গেই থাকে আয়রা।

রূপালী বাংলাদেশ

Link copied!