বয়স একটি সংখ্যা মাত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:৫১ পিএম

বয়স একটি সংখ্যা মাত্র

রুনা খান

বয়স চল্লিশের কোটায় থাকলেও মডেলিং যেন কোনো বাধা নয়। প্রতিদিন নতুনভাবে নিজেকে মেলে ধরছেন অভিনেত্রী ও মডেল রুনা খান। কখনও বাঙালি সাজে আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে, ভক্তদের মুগ্ধ করতে যেন সর্বদা একটা নিবেদিত প্রাণ রুনা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, অতিরিক্ত ওজনের কারণে তিনি এক সময় শারীরিক অসুবিধা বোধ করেছেন। 

তিনি বলেন, ‘অতিরিক্ত ওজনের কারণে খুব শারীরিক অসুবিধা বোধ করেছি। আমরা হাঁটুতে ব্যথার পাশাপাশি আমার ব্যাক পেইন হতো। সে সময় কাটিয়ে উঠে এখন একটু স্বাস্থ্যকর জীবন যাপন করার চেষ্টা করি।’ 

তার কথায়, ‘বয়স কোনো নম্বর না, সৃষ্টিকর্তা একটা সংখ্যা দিয়ে পাঠিয়েছেন। তিনিই জানেন সংখ্যাটা কত ওখান থেকে এক বছর করে কিন্তু কমছে। আর তার কাছে যে সংখ্যাটা রাখা আছে সেই সংখ্যা থেকে কমছে।’ 

রুনা খানের ভাষ্য, ‘আমি ভাত, মাছ, ডাল, শাক-সবজি এসব খাই তবে হ্যাঁ আমি একটা স্বাস্থ্যকর জীবনের মধ্যে থাকার চেষ্টা করি । ৭-৮ ঘণ্টা ঘুম, যেটুকু খাবার খাওয়া দরকার সেটুকু খাওয়া আর আমার মন ভালো অনেক আমার মনে অনেক আরাম।’

রূপালী বাংলাদেশ

Link copied!