সংসারের অভাবে তাড়নায় ভারতের মহাকুম্ভ মেলা পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। খারগাঁওয়ের এ তরুণী এবার বলিউডে যাত্রা করতে যাচ্ছেন। তবে, অভিষেক সিনেমার শুরুতেই তিনি কত পারিশ্রমিক নিচ্ছেন। এ নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে দেখা যাচ্ছে কৌতূহল।

জানা যায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমায় দেখা যাবে মোনালিসাকে। সংসারের অভাবের কারণে কুম্ভ মেলায় এসেই শোবিজ থেকে ডাক পেয়েছিলেন বিড়ালাক্ষী চোখের এ মালা বিক্রেতা। এর আগে জানা গেছে, তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে যাচ্ছেন। এমন জল্পনা-কল্পনার মাঝেই মোনালিসার বলিউডে অভিষেকের সংবাদ শোনা গেল।

বলিউড সূত্রে জানা যায়, ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমার জন্য ২১ লাখ রুপি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ২৯ লাখ টাকারও বেশি। এরই মধ্যে অগ্রীম পারিশ্রমিক হিসেবে ১ লাখ রুপি দেওয়া হয়েছে মোনালিসাকে।
এদিকে তার গ্ল্যামার রূপ দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সেই গ্ল্যামারের ছোঁয়া লেগেছে মহাকুম্ভের মোনালিসার চেহারাতেও। সম্প্রতি এক অনুষ্ঠানেই তা অনুমান করা গেছে। মোনালিসার আকর্ষণীয় কোঁকড়া চুল, নজরকাড়া ঝকঝকে ত্বক। সেই সঙ্গে মুখে স্নিগ্ধ হাসি। বিড়ালাক্ষী চোখ এসব দিয়ে মোনালিসা এরই মধ্যেই ‘বলিউড রেডি’ অনুষ্ঠানে অংশ নিয়েও আলোচনায় এসেছেন।

সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মহাকুম্ভের এ ভাইরাল তারকা। এ নির্মাতা এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমাটি তৈরি করেছিলেন। সেই নির্মাতার হাত ধরেই কেরালায় পাড়ি দিয়েছেন মোনালিসা।