আমি বিয়ে করছি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১২:৫৭ পিএম

আমি বিয়ে করছি

ছবি: রূপালী বাংলাদেশ

গুঞ্জন দীর্ঘদিনের। অন্তর্জালে দুজনের খুনসুটি সেই গুঞ্জন শুধু উসকে দিয়েছে এতদিন। শোবিজ পাড়ায় কান পাতলেই শোনা যেত, নির্মাতা-অভিনেত্রী জুটি আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরীর সম্পর্ক প্রেমে থেমে নেই, গড়িয়েছে বিয়েতেও। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা আসবে দ্রুত। অবশেষে সেই সময় এসেছে। 

দৈনিক রূপালী বাংলাদেশকে মেহজাবীনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবর, আগামী ২৩ ফেব্রুয়ারি মধুমতি মডেল টাউনে হবে তাদের গায়ে হলুদ। একই জায়গায় ২৪ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা। কাছের মানুষদের নিয়ে বিয়ের এই আনুষ্ঠানিকতা সারছেন বলে জানা গেছে। এখন সে আয়োজনেরই দাওয়াত কার্যক্রম চলছে। 

তবে এ বিষয়ে শুরুর দিকে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী নীরব থাকলেও দৈনিক রূপালী বাংলাদেশের অনলাইনে বিয়ের খবর প্রকাশ করার পর মেহজাবীনও তার এই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। বললে, ‘সত্যি সত্যি আমি বিয়ে করছি।’ এরপর বিয়ে নিয়ে একটি শব্দও খরচ করেননি অভিনেত্রী।

২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে।

প্রায় এক যুগের বেশি সময় ধরে মেহজাবীন ও রাজীবের প্রেমের সম্পর্কে। তবে তারা তাদের সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি। সম্পর্কের বিষয়ে কোনো প্রশ্ন উঠলেই দু’জনেই এড়িয়ে গেছেন। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কোনো মন্তব্য করেননি তারা। তবে নানা সময় তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে।

২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে মেহজাবীন চৌধুরী তার ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয় করেছেন এবং পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন। কয়েক বছর ধরে বেছে বেছে কাজ করছেন এই অভিনেত্রী। 

অন্যদিকে, অভিনেত্রীর হবু বর আদনান আল রাজীব একজন সফল পরিচালক ও প্রযোজক। তিনি দেশের শীর্ষ বিজ্ঞাপন নির্মাতাদের একজন হিসেবে পরিচিত।
 

রূপালী বাংলাদেশ

Link copied!