এবার হেনার খোঁজে নাঈমের কাছে বাপ্পারাজ!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০২:৩৯ পিএম

এবার হেনার খোঁজে নাঈমের কাছে বাপ্পারাজ!

ছবি- ভিডিও থেকে নেওয়া

দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তবে ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়?’ সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংলাপটি ব্যাপক ভাইরাল হয়েছে। সিনেমাটিতে বাপ্পারাজ ও শাবনাজ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমায় বকুল চরিত্রে বাপ্পারাজ ও হেনা চরিত্রে শাবনাজ।

সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার বাড়ি সাজানো দেখতে পান। তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’

এবার সেই হেনার খোঁজে বাস্তবে শাবনাজের স্বামী নাঈমের কাছে বাপ্পারাজ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাঈম শাবনাজ নামের এক পেইজের এক ভিডিওতে দেখা গেছে, বাপ্পারাজ গাড়ি থেকে নেমে নাঈমকে জিজ্ঞেস করেন, নাঈম ভাই হেনা কোথায়? জবাবে নাঈম বলেন, বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছো। পরে বাপ্পারাজ বলেন কেন? নাঈম বলেন, হেনা তো আমার সাথে বিয়ে হয়েছে, এ কথা শুনে বাপ্পারাজ বলেন, না আমি বিশ্বাস করি না। তারপর একে অপরকে জড়িয়ে ধরেন এবং বাপ্পারাজকে সান্ত্বনা দেন নাঈম।

অন্যদিকে, পাশেই দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলে ও মেয়ে ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি একসঙ্গে গাইতে থাকেন।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ ও শাবনাজ। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ, যিনি ১৯৯১ সালে ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। তার আসল নাম সাবরীনা তানিয়া। ১৯৯৬ সালে ‘নির্মম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান।

অন্যদিকে বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি ও নব্বইয়ের দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজিডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন। যে কারণে দর্শক মহলে ‘ট্র্যাজেডি নায়ক’ ও ‘ব্যর্থ নায়ক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি।

বাপ্পারাজ কিছু নাটকও পরিচালনা করেছেন। তার মধ্যে আছে ‘কাছের মানুষ রাতের মানুষ’ এবং ‘একজন লেখক’। তিনি ‘কার্তুজ’ নামের একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন ‘পোড়ামন ২’ সিনেমায়। সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় দেখিয়েছেন তিনি।
 

আরবি/এসআর

Link copied!