বুবলীকে বই উৎসর্গ করলেন শিমুল খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৩:০২ পিএম

বুবলীকে বই উৎসর্গ করলেন শিমুল খান

ছবি: সংগৃহীত

অভিনেতা, লেখক, কবি শিমুল খান লিখেছেন তার দ্বিতীয় বই ‘চল্লিশ হাওয়া- Forty Winds’। আর বইটি উৎসর্গ করেছেন সহকর্মী চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে। বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়ে চমকিত হয়ে তা দেখলেন স্বয়ং নায়িকা বুবলী নিজেই।

এমন এক চমৎকার ঘটনা ঘটে গেলো ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৫ টায় পরীবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র ভবনে। মজার বিষয় হচ্ছে, নিজ হাতে বইটির মোড়ক উন্মোচন করার আগে নায়িকা বুবলী জানতেই পারেনি বইটি তাকেই উৎসর্গ করা হয়েছে।

বইটি খোলার পর তিনি হতচকিত হয়ে সাংবাদিকদের সামনে নিজের সরল মুগ্ধতা প্রকাশ করেন। নিজের সহকর্মী বুবলীকে বই উৎসর্গ করা প্রসঙ্গে অভিনেতা শিমুল খান বলেন, ‘আদর্শ সহকর্মী এবং মানুষ হিসেবে বুবলী অতুলনীয়। তার প্রতিটি পদক্ষেপ এবং আচার ব্যবহারে চলচ্চিত্র শিল্পের প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক, প্রযোজক সহ সবাই বরাবরই মুগ্ধ! তাই তার এই সুন্দর পথচলাকে আরও অনুপ্রাণিত করার জন্যই আমি আমার এই দ্বিতীয় বইটি শবনম বুবলীকে উৎসর্গ করে তাকে সারপ্রাইজ দেই।’

উল্লেখ্য, ঢাকাই বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পোস্টার ডিজাইনার সাজ্জাদুল ইসলাম সায়েমের ডিজাইন করা শৈল্পিক প্রচ্ছদে সাজানো বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় একই পুস্তকে প্রকাশিত ২০০ টাকা মূল্যের মৌলিক উক্তিমূলক বই ‘চল্লিশ হাওয়া’। চলতি বই মেলার ৪২৬/৪২৭ নম্বর স্টলে অবস্থিত সপ্তর্ষি প্রকাশনী থেকে প্রকাশক শিবু কুমার ওঝা কর্তৃক প্রকাশিত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!