ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

তৃতীয়বার ঘর ভাঙল গায়ক হৃদয়ের, কিন্তু কেন?

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৪:১৭ পিএম
ফাইল ছবি

জনপ্রিয় গায়ক হৃদয় খানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কিছুটা বিতর্কিত হয়ে উঠেছে। জানা গেছে, সম্প্রতি এ শিল্পীর তৃতীয় স্ত্রী হুমায়রার সঙ্গে ডিভোর্স হয়েছে তার। গণমাধ্যমকে হুমায়রা জানিয়েছেন, তাদের সংসারে হৃদয়ের আচরণ ও জীবনযাপন নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। এসব কারণে শেষ পর্যন্ত হুমায়রা নিজেই হৃদয় খানকে ডিভোর্স দেন।

এ বিষয়ে হৃদয় খান জানিয়েছেন, এটি একটি খুব সেনসেটিভ বিষয় এবং তিনি আপাতত কিছু বলতে চান না।

তবে সূত্র অনুযায়ী, বেশ কিছুদিন আগে তারা ডিভোর্স নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছে।

২০১৭ সালে হৃদয় খান হুমায়রার সঙ্গে বিয়ে করেন, যা ছিল তার তৃতীয় বিয়ে। এর আগে তিনি পূর্ণিমা আকতার নামের এক নারীকে বিয়ে করেছিলেন।