শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৭:৪৮ পিএম

২৯ বছর পর ধরা দিলেন ‘হেনা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৭:৪৮ পিএম

২৯ বছর পর ধরা দিলেন ‘হেনা’

ছবি: সংগৃহীত

গতকয়েক সপ্তাহ ধরে বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত ‘প্রেমের সমাধি’সিনেমার সংলাপ ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটিতে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। অবশেষে দীর্ঘ ২৯ বছর পর চিত্রনায়ক বাপ্পারাজের খোঁজে ধরা দিলেন ‘হেনা’খ্যাত ঢালিউড অভিনেত্রী শাবনাজ।  সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সে মুহূর্তের একটি ফানি ক্লিপ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নাঈম শাবনাজ নামের ফেসবুক পেজে একটি রিলস আপলোড করেন এ তারকা দম্পতি।

সে ভিডিওতে দেখা যায়, চিত্রনায়ক বাপ্পারাজ পাতা ঝরা রাস্তায় একটি জিপ গাড়িতে করে দ্রুত ছুটে আসেন চিত্রনায়ক নাঈমের কাছে। এরপর বলেন,  ‘নাঈম ভাই, হেনা কোথায়?’নাঈম বলেন, ‘বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছো হেনার সঙ্গে আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে।’ এরপর বাপ্পারাজকে জড়িয়ে ধরেন নাঈম। এ সময় সংগীত শিল্পী দিঠি, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা সহ অনেকেই গান ধরেন ‘প্রেমের সমাধি ছিড়ে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়।’ এরপরই তাদের মাঝ থেকে বেরিয়ে আসেন হেনা (শাবনাজ)।

উল্লেখ্য, ১৯৯৬ সালে মুক্তি পাওয়া সিনেমায় দেখা যায়, বাপ্পারাজ (বকুল) ও শাবনাজের (হেনা) মধ্যে ছোটবেলা থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সময় গড়িয়ে যখন শাবনাজ তরুণী হয়ে ওঠেন তখন হঠাৎই একদিন গাছ থেকে পড়ে গিয়ে অন্ধ হয়ে যান। অন্ধ প্রেমিকার চোখ ভালো করতে নিজের কিডনি বিক্রি করে টাকা জোগাড় করতে শহরে ছোটেন বাপ্পারাজ। কিন্তু কিডনি বিক্রি করে টাকা নিয়ে গ্রামে ফিরে গিয়ে বাপ্পারাজ দেখেন তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে সিনেমার আরেক নায়ক অমিত হাসানের সঙ্গে। সিনেমায় প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটার সে মুহূর্তে বাপ্পারাজ নায়িকার বাবাকে শহর থেকে এসে জিজ্ঞাসা করেন, চাচা হেনা কোথায়? এরপরই উত্তর জেনে গভীর বেদনায় সিক্ত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!