৪০৮ জন আরোহী নিয়ে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে ৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
এই বিমানে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির স্বামী আদনান উদ্দিন কামাল। তিনি বিজনেস ক্লাসে দুবাই যাচ্ছিলেন। টেকনিক্যাল ইস্যুর কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করলে এম্বাসি এগিয়ে না আসলেও যাত্রীদের সহযোগিতার হাত বাড়িয়েছেন পপির স্বামী। সহযোগিতার হাত বাড়ানোর কারণে যাত্রীরা আদনান কামালকে ধন্যবাদ জানান। ফ্লাইটের বেশ কয়েকজন যাত্রী দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
যোগাযোগ করা হলে দৈনিক রূপালী বাংলাদেশকে পপির স্বামী আদনান কামাল বলেন, ‘আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহযোগিতা করার। আমার দেশের মানুষ বিপদে পড়েছে মনে হয়েছে আমার তাদের পাশে দাঁড়ানো দরকার। মানবিক জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছি।’