ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৩:২৬ পিএম

ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন

ছবি: সংগৃহীত

এবার একইসঙ্গে উড়াধুরা আর আধ্যাত্মিকতার সুরের মূর্ছনায় মাতাবেন এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’-এর বন্ধুরা। আসছে ১৮ এপ্রিল ঢাকার নিকটেই সায়েরা গার্ডেন রিসোর্টে উদযাপিত হতে যাচ্ছে ক্লাসরুমের আয়োজনে ‘এসএসসি ২০০১ ব্যাচের দুইযুগ পূর্তি ও ঈদ পূনর্মিলনী’।

এদিন ক্লাসরুম মাতাতে আসছেন উড়াধুরা’খ্যাত সংগীতশিল্পী প্রীতম হাসান এবং বাউল রকস্টার সুমি ও ব্যন্ডদল লালন। দুই জনপ্রিয় শিল্পীর মনোমুগ্ধকর পারফরমেন্সে উৎসবমুখর সময় কাটাবে ক্লাসরুম গ্রুপের সদস্যরা।

আয়োজক ক্লাসরুম কর্তৃপক্ষ জানান, ‘এর আগেও নগরবাউল জেমস, তাহসান, ঐশী ও ডিজে রাহাত-মীর মাসুম ক্লাসরুমের বন্ধুদের মাতিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার পহেলা বৈশাখের আমেজ নিয়েই আমাদের ব্যাচের দুইযুগ পূর্তি ও ঈদ পূনর্মিলনীতে চমক হিসেবে হাজির হচ্ছে প্রীতম হাসান ও ব্যান্ড লালন। মূলত সব বন্ধুকে একত্রিত করতেই ফের আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে হবে খাওয়া-দাওয়া, আনন্দ, গানে মাতামাতি আর আড্ডা।’

রূপালী বাংলাদেশ

Link copied!