বেশ কয়েক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। চলচ্চিত্র শিল্পের পরিচিতজনদের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। তার আড়ালবাসের কারণ খুঁজতে গেলে বেরিয়ে আসে গোপন বিয়ের খবর। পপি জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করে নিজেকে আড়ালে রেখেছেন। সম্প্রতি পারিবারিক দ্বন্দ্বে তিন বছর পর ক্যামেরার সামনে এসে মা, ভাই-বোনদের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ এনেছেন। তবে বরাবরের মতো এড়িয়ে গেছেন স্বামী ও সন্তানের কথা। অবশেষে দৈনিক রূপালী বাংলাদেশের একান্ত আলাপচারিতায় বিয়ের কথা স্বীকার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা।
কেমন আছেন?
ভালো আছি বললে মিথ্যা বলা হবে। সত্যি কথা বলতে আমি ভালো নেই। মা, ভাই-বোনদের কারণে আমার জীবনটা অতিষ্ঠ। যে পরিবারের জন্য কখনো নিজের কথা না ভেবে সবকিছু উজার করে দিয়েছি। সেই পরিবারই আমার সম্পত্তি কুক্ষিগত করে রেখেছে। যে কারণে নিজের অধিকার ফেরত পেতে আইনের দ্বারস্থ হয়েছি। মূলত দশ ফিট রাস্তা নিয়ে যত ঝুট ঝামেলা। আমার কেনা জমি মা, ভাই-বোনদের কারণে ২০০৮ সাল থেকে বঞ্চিত।
বিয়ে নিয়ে এত লুকোচুরি কেন?
আমি চাই না আমার পরিবারের কারণে স্বামী ও সন্তানের বিরুদ্ধে আঙ্গুল তুলে কেউ কথা বলুক। তাদের গায়ে কোনো ধরনের আঘাত আসুক। আমার মা কখনোই চাইত না আমি বিয়ে করে সংসারী হই। বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। তবে হঠাৎ করেই সিদ্ধান্ত নিতে বাধ্য হই। তবে স্বামী-সন্তান নিয়ে আমি ভালো আছি।
বাধ্য হওয়ার কারণ?
২০১৮ সালে বাসায় একটা ‘ভয়াবহ দুর্ঘটনা’ ঘটে। সেদিন আমার ইস্কাটনের বাসা থেকে ২২ লাখ টাকা চুরি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করি। পরে রমনা থানায় আমাকে ডাকা হয়। তখন জানতে পারি টাকা চুরি করেছে আমার ভাই-বোনেরা। সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে জটিলতা শুরু হয়। এই দূর সময়ে পাশে ছিল দীর্ঘদিনের বন্ধু আদনান কামাল। একপর্যায়ে নিজের নিরাপত্তার কথা ভেবে আদনানকে বিয়ের সিদ্ধান্ত নেই। এরপর সংসারটা সাজানো শুরু করি। পুত্রসন্তান আয়াত জন্ম নেয়। সবকিছু বেশ ভালোই চলছিল। কিন্তু পরিবারের অত্যাচারে ভালো থাকতে পারছি না।
সিনেমায় ফিরবেন?
না, আর কখনো অভিনয়ে ফিরব না। অনেক আগে থেকেই বলে আসছি যে, বিয়ের পর আমি সিনেমা ছেড়ে দেব। আমার স্বামী না চাইলেও সিনেমায় কাজ করব না। এখন মন দিয়ে সংসার করতে চাই। সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাই।
প্রযোজনায় দেখা যাবে?
সিনেমা প্রযোজনার ইচ্ছে আছে। আমার প্রযোজনা প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমার জীবন কাহিনি নিয়ে সিনেমা বানাতে চাই। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা পর্দায় তুলে ধরতে চাই। মানুষ জানুক আমার সঙ্গে মা, ভাই-বোনেরা কি করেছে। ব্যবসার উদ্দেশ্য নয়, মূলত বিভীষিকাময় পরিস্থিতি তুলে ধরতেই সিনেমাটি প্রযোজনা করব।
আপনার মতামত লিখুন :