ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

সালাউদ্দিন লাভলুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত

টেলিভিশন নাট্যপরিচালকদের বড় সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শহীদুজ্জামান সেলিম ও ফরিদুল হাসান এবং অন্য প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সালাউদ্দিন লাভলু ও সৈয়দ শাকিল।

নির্বাচনের আগ মুহূর্তে এসে সালাউদ্দিন লাভলু ও সৈয়দ শাকিল সমমনা পরিষদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ জানিয়েছে শহীদুজ্জামান সেলিম ও ফরিদুল হাসান সমমনা পরিষদ।

অভিযোগে তারা উল্লেখ করেছেন—ডিরেক্টরস গিল্ড নির্বাচনের ঘোষিত (৩ ফেব্রুয়ারি) তারিখের নির্বাচনী তফশিলের-১ এর ১৪.৬ ধারা অনুযায়ী নির্বাচন উপলক্ষে প্রার্থী কর্তৃক কোন প্রকার আনুষ্ঠানিকতার আয়োজন করা যাবে না। ধারাটি লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ। বিষয়টি বিবেচনাপূর্বক অবিলম্বে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আপনার নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখার জন্য আপনিসহ পুরো কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।

অভিযোগ প্রসঙ্গে সালাউদ্দিন লাভলুর বক্তব্য না পাওয়া গেলেও সৈয়দ শাকিল দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমাদের কাছে এ নিয়ে কোনো ধরনের চিঠি আসেনি। নিয়ম মেনে আমরা নির্বাচনী ইশতেহার দিচ্ছি।’

জানা গেছে, নির্বাচনী আচরণবিধি না মেনেই মগবাজারে অবস্থিত গ্রান্ড প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে আজ সন্ধ্যা সাতটায় পরিচিতি সভা করছেন সালাউদ্দিন লাভলু ও সৈয়দ শাকিল সমমনা পরিষদ। নির্বাচন কমিশন থেকে বলা রয়েছে, ১৮ ও ১৯ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থী পরিচিতি শেষ করতে হবে।