অভিযোগ নিয়ে যা বললেন সালাউদ্দিন লাভলু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৭:৩১ পিএম

অভিযোগ নিয়ে যা বললেন সালাউদ্দিন লাভলু

সালাউদ্দিন লাভলু। ছবি: সংগৃহীত

তৃতীয়বারের মতো টেলিভিশন নাট্যপরিচালকদের বড় সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে অংশ নিচ্ছেন নন্দিত নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। আগামী ২২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আগ মুহূর্তে এসে সালাউদ্দিন লাভলু ও সৈয়দ শাকিল সমমনা পরিষদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ জানিয়েছে শহীদুজ্জামান সেলিম ও ফরিদুল হাসান সমমনা পরিষদ।

অভিযোগ প্রসঙ্গে সভাপতি পদপ্রার্থী সালাউদ্দিন লাভলু দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমি বিষয়টা জেনেছি, আমরা আসলে পক্ষ-বিপক্ষ ভাবে দেখিনি। নির্বাচন মানেই উৎসবমুখুর পরিবেশ ও সবার সঙ্গে দেখা হবে। সে রকম ভাবনা থেকে আমরা সকল সদস্যদের দাওয়াত দিয়েছি ইশতেহার দেওয়ার জন্য। এটা নিয়ে এত কিছু হবে সত্যিই ভাবিনি। সে কারণে এটা বিধিমালা সম্মত হয়নি, এটা মানছি। যদিও অলিখিত ভাবে অন্য পক্ষ করেছে। সেটা আমরা জানি। তারা যেহেতু ঘোষণা দিয়ে কিছু করেনি যে কারণে আমরা অভিযোগ জানায়নি। বিষয়টি আমরা ইতিবাচকভাবে নিয়েছি। আমরা চাই না নির্বাচন বন্ধ হয়ে যাক। চিঠি হাতে এলে নিজেরা বসে ইতিবাচক উপায় বের করব।’

অভিযোগে তারা উল্লেখ করেছেন—ডিরেক্টরস গিল্ড নির্বাচনের ঘোষিত (৩ ফেব্রুয়ারি) তারিখের নির্বাচনী তফশিলের-১ এর ১৪.৬ ধারা অনুযায়ী নির্বাচন উপলক্ষে প্রার্থী কর্তৃক কোন প্রকার আনুষ্ঠানিকতার আয়োজন করা যাবে না। ধারাটি লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ। বিষয়টি বিবেচনাপূর্বক অবিলম্বে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আপনার নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখার জন্য আপনিসহ পুরো কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।

জানা গেছে, নির্বাচনী আচরণবিধি না মেনেই মগবাজারে অবস্থিত গ্রান্ড প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে আজ সন্ধ্যা সাতটায় পরিচিতি সভা করছেন সালাউদ্দিন লাভলু ও সৈয়দ শাকিল সমমনা পরিষদ। নির্বাচন কমিশন থেকে বলা রয়েছে, ১৮ ও ১৯ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থী পরিচিতি শেষ করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!