লীগের সঙ্গে আমার কোনো সম্পকৃতা নেই: মাসুমা তানি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৭:৪১ পিএম

লীগের সঙ্গে আমার কোনো সম্পকৃতা নেই: মাসুমা তানি

মাসুমা তানি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চলচ্চিত্র পরিচালক মাসুমা রহমান তানিকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি সাবেক এমডি ফারাহ শাম্মীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

মাসুমা তানিকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই সিনেমার বরেণ্য নায়ক, পরিচালক, প্রযোজক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। বিষয়টি নিযে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়াবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। বিভিন্ন ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে মাসুমা তানি যুবলীগ নেত্রী ছিলেন।

যুবলীগ নেত্রী দাবি করায় চটেছেন মাসুমা তানি। তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘কখনোই আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পকৃতা ছিল না। আমি ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলাম। সরাসরি ২০ দিন ছাত্রদের সঙ্গে রাজপথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছি। কখনোই লীগের সঙ্গে কোনো ভাবেই যুক্ত ছিলাম না। হঠাৎ করেই আমাকে যুবলীগ নেত্রী বানিয়ে দেওয়া হচ্ছে। কেউ লীগের সঙ্গে আমার এবং স্বামীর কোনো সম্পকৃতা দেখাতে পারে তাহলে আমি প্রকাশ্যে ক্ষমা চাইব। লীগের সঙ্গে যুক্ত থাকলে অনেক আগেই অনেক কিছু করতে পারতাম।’

‘চল যাই’ সিনেমার বিতর্ক টেনে তিনি বলেন, ‘এটা আওয়ামী লীগ কিংবা শেখ মুজিবরের সিনেমা না। বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের সংকট নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। যদি লীগের সিনেমা হতো তাহলে এই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতাম। আমাকে টেনে ধরার জন্য একটি চক্র মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’

মাসুমা তানি একজন চলচ্চিত্র পরিচালক। তিনি সিনেমা নির্মাণের পাশাশি নাটক নির্মাণও করেছেন। মুক্তির অপেক্ষায় তার পরিচালিত এবং সাদিকা পারভিন পপি অভিনীত ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমাটি।

রূপালী বাংলাদেশ

Link copied!