শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৮:২৬ পিএম

তোলপাড় করা উর্বশীর ‘অশ্লীল নাচের’ দৃশ্য মুছার খবর সত্য নয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৮:২৬ পিএম

তোলপাড় করা উর্বশীর ‘অশ্লীল নাচের’ দৃশ্য মুছার খবর সত্য নয়

ছবি: সংগৃহীত

গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার নতুন সিনেমা ‘ডাকু মহারাজ’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে ৩৪ বছরের ছোট উর্বশীর সঙ্গে নেচেছেন নান্দামুরি বালাকৃষ্ণা। সিনেমা মুক্তির আগেই গানটির অংশবিশেষ নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন উর্বশী। তারপরই শুরু হয় কড়া সমালোচনা। রীতিমতো বিতর্কে জড়ান নান্দামুরি-উর্বশী। নেটিজেনরা উর্বশী-নান্দামুরির নাচকে ‘অশ্লীল’ বলে মন্তব্য করেছেন। এ নিয়ে এখনো সমালোচনা বন্ধ হয়নি।

প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘ডাকু মহারাজ’ সিনেমা বক্স অফিসে বেশ সাড়া ফেলে। এবার নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে এটি। এরই মধ্যে খবর চাউর হয়েছে, উর্বশীর ‘অশ্লীল নাচের’ দৃশ্য মুছে নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এ নিয়ে একাধিক গণমাধ্যমও খবর প্রকাশ করে। কিন্তু এ খবর সত্য নয় বলে জানিয়েছে দ্য ফ্রি প্রেস জার্নাল।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের একটি সূত্র দ্য ফ্রি প্রেস জার্নালকে বলেন, “এই খবরটি পুরোপুরি মিথ্যা। এই প্রতিবেদনের কোনো সত্যতা নেই। নেটফ্লিক্স কোনো দৃশ্য ডিলিট করেনি। প্রেক্ষাগৃহে যে ‘ডাকু মহারাজ’ প্রদর্শিত হয়েছে, নেটফ্লিক্সেও সেটাই দেখানো হবে।”

চার দিন আগে নেটফ্লিক্সের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘ডাকু মহারাজ’ সিনেমার পোস্টার প্রকাশ করা হয়। এ পোস্টার দেখা যায়নি উর্বশীকে। এরপরই মূলত, এ অভিনেত্রীর দৃশ্য বাদ দেওয়ার গুঞ্জনের সূচনা। কিন্তু ওই পোস্টার প্রকাশের পর উর্বশীর সিঙ্গেল লুকের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে নেটফ্লিক্সে দেখা যাবে পূর্ণাঙ্গ সিনেমাটি।


অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ডাকু মহারাজ’ সিনেমা পরিচালনা করেছেন ববি কোলি। উর্বশী-নান্দামুরি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— ববি দেওল, প্রজ্ঞা জয়সওয়াল, রবি কৃষাণ, ঋষি, রাও রমেশ প্রমুখ।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ৩৮ দিনে ‘ডাকু মহারাজ’ বক্স অফিসে আয় করেছে ১২৫.৫৯ কোটি রুপি।

২০১৫ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর ‘মিস ইউনিভার্স’ আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।

পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী। বর্তমানে তেলেগু ও হিন্দি ভাষার তিনটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!