বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ করেই একদিন আগে স্থগিত করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলা মাঠে কনসার্টটি হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে কনসার্টটি স্থগিত হওয়ার বিষয়টি জানানো হয়। তবে কেন কনসার্টটি স্থগিত করা হলো, সে বিষয়ে এখনো কোনো দায়িত্বশীল ব্যক্তি মন্তব্য করেননি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, কনসার্টে গান গাইবেন নগর বাউল জেমস, ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, এবং সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান প্রমুখ।
কনসার্টটি স্থগিত করার পর আয়োজকরা জানান, নিরাপত্তা ইস্যুতে আপাতত এটি স্থগিত করা হয়েছে। তবে কনসার্টটি কখন হবে তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি। পরে বিস্তারিত জানানো হবে বলে আয়োজকদের একজন জানিয়েছেন।
এর আগে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবেন। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড পারফর্ম করবে। আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টে অংশগ্রহণকারী শিল্পীরা আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে নিজেদের ক্যারিয়ার ও স্বার্থকে একপাশে রেখে সঙ্গীত পরিবেশন করবেন।
আপনার মতামত লিখুন :