মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ালো ‘বান্ধব’ সিনেমা। বেশ কয়েকদফা সিনেমাটির মুক্তির চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। সর্বশেষ ঘোষণা অনুযাী আজ ২১ ফেব্রুয়ারি ‘বান্ধব’ মুক্তির কথা থাকলেও ফের মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। দৈনিক রূপালী বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক অনুপ বড়ুয়া।
অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে ‘বান্ধব’। প্রতিষ্ঠানটির কর্ণধার অনুপ বড়ুয়া বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডিস্ট্রিবিউটর, সিনেপ্লেক্স, হলমালিকের পরামর্শে এবং পবিত্র মাহে রমজানের বিষয়টি মাথায় রেখে ২১ ফেব্রুয়ারি মুক্তি বন্ধ রেখেছি। দুই ঈদের মাঝে ভালো দিনক্ষণ দেখে সিনেমাটি মুক্তি দেব।’
ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া পরিচয়হীন একটি শিশুর জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘বান্ধব’ সিনেমার কাহিনি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌ খান। এতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, আসমা, হাবিব খান, আন্না, শায়লা, উর্মি, আরফান প্রমুখ।
আপনার মতামত লিখুন :