বলিউড অভিনেত্রী পুনম পান্ডে নিজের নানা কর্মকাণ্ডের জন্য বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এক ভক্ত সেলফি তুলতে গিয়ে তাকে যৌন হয়রানি করেছেন। ঘটনাটি নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, লাল রঙের গাউন পরে ফুটপাতে দাঁড়িয়ে আছেন পুনম। পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছিলেন তিনি, তখন একটি ব্যক্তি এসে জানান যে তিনি ছবি তুলতে চান। কিন্তু এরপরই ওই ব্যক্তি পুনমকে জাপটে ধরেন এবং চুমু খাওয়ার চেষ্টা করেন। আকস্মিক ঘটনায় পুনম চমকে ওঠেন এবং নিজেকে সরিয়ে নেন।
[35196]
ভিডিওটির মন্তব্যগুলো বেশ ভিন্ন রকম। কেউ কেউ পুরো ঘটনাকে বানানো বলে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘কী অভিনয় করছেন, দারুণ দারুণ।’ আরেকজন বলেন, ‘পুরোটাই বানানো, কী অবস্থা!’ কেউ কেউ ঘটনাটি উদিত নারায়ণের সঙ্গে তুলনা করেছেন এবং চুমু খাওয়ার চেষ্টা করা ব্যক্তির আচরণ নিয়ে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ বলেছেন, ‘ভীষণ নিম্নমানের চিত্রনাট্য ও অভিনয়, আরও উন্নতি করতে হবে।’
[35151]
এ ঘটনার পরপরই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এটি চরম অশোভন আচরণ বলে উল্লেখ করে দোষী ব্যক্তির শাস্তির দাবি করেছেন। তবে এখনো পুনম পান্ডে বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
এ ঘটনার পর থেকে বলিউডে নিরাপত্তা ব্যবস্থা এবং পাবলিক ফিগারদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।