বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি এবার বিয়ে করেছেন। তবে, তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে আরও সপ্তাহখানেক আগে! শোনা যাচ্ছে, আমেরিকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন নারগিস এবং বর্তমানে তারা হানিমুনে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
[35196]
বলিউডের তারকাদের বিয়েতে সাধারণত থাকে ব্যাপক আয়োজন, অনেক অনুষ্ঠান এবং জাঁকজমক। কিন্তু নারগিসের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। বিয়ের ঘটনা ঘটে গেছে, তবে তা প্রকাশ্যে আসতে সময় লেগেছে সপ্তাহখানেক। আর এই খবর নিয়েই এখন ব্যাপক চর্চা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নারগিস ফাখরি আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসে একটি বিলাসবহুল হোটেলে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা।
[35261]
এদিকে, নারগিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে হানিমুনের ছবি শেয়ার করেছেন এবং স্বামী টনির পোস্ট করা স্টোরিগুলোও শেয়ার করেছেন, যা থেকে নিশ্চিত হয় যে তারা একসঙ্গে রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন।
‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’র মতো ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া নারগিস ফাখরি অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন এবং মার্কিন মুলুকে চলে গিয়েছিলেন। এক সময় রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল, পরে প্রায় পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক ছিল, তবে সে সম্পর্কের কথা তিনি সরাসরি স্বীকার করেননি। সম্পর্ক ভাঙার পর নারগিস সেই সম্পর্কের কথা প্রকাশ্যে বলেন। এবার, অনেক কষ্টের পর, নতুন জীবন শুরু করেছেন নারগিস।