পরীমণি মানেই আলোচনা-সমালোচনার ঝড়। তিনি সবসময়ই কোনো না কোনো আলোচনাতে থাকতে পছন্দ করেন। সম্প্রতি ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় এ অভিনেত্রীর নতুন প্রেমের গুঞ্জনের রটেছে। জানা গেছে, পরীমণি শেখ সাদী নামের এক তরুণ গায়কের প্রেমে মজেছেন।
যদিও বিষয়টি নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। তবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও কমেন্ট দেখে নেটিজেনদের ধারণা, প্রেমেই মজেছেন তারা।
পরীমণি শেখ সাদীর গান তার ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। শেখ সাদীও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন। পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরীমনিও। দুজনে আবার মজার খুনসুটিতে মেতে উঠছেন। আবার একজন আরেকজনকে নিয়ে দিচ্ছেন ইঙ্গিতপূর্ণ পোস্টও।
কয়েকদিন আগে শেখ সাদীর একটি পোস্ট পরীমণি-সাদী সম্পর্কের গুঞ্জনে ঘি ঢালে। নিজের ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে সাদী লেখেন, অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।
এদিকে সেই পোস্টে পরীমণি এসে মন্তব্য করেন, ‘ওহ!’। সঙ্গে জুড়ে দেন একটি পুতুলের ইমোজি।
সাদী অবশ্য পরে গণমাধ্যমকে সেই পোস্ট সম্পর্কে বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে তিনি পোস্ট দেননি। কিন্তু সবাই যে এতো সিরিয়াসলি নেবে, তা তিনি ভাবতেও পারেননি।
যদিও প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি পরীমণি কিংবা শেখ সাদীর কেউ-ই। তবে সাদী যে পরীমণির জীবনে বিশেষ কেউ, সেটি স্বীকার করে নিলেন অভিনেত্রী।
সাদীর সঙ্গে পরীমণির কী সম্পর্ক, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।
পরীমণি আরও বলেন, একটা চড়াই–উতরাইয়ের মধ্যদিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।
এদিকে গায়ক শেখ সাদী জানান, বিনোদন অঙ্গনে কাজ করার সুবাদে পরীমণির সঙ্গে দীর্ঘদিন ধরেই পরিচয় রয়েছে তার।
সাদী বলেন, আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমণির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি সব সময়।