ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। খুব অল্প সময়ে টিভি নাটকের ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তিনি। নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেম ও বিয়ের গুঞ্জন অনেকবারই রটেছে। ব্যক্তিগত বিষয়টি নিয়ে অবশ্য দুইজনের কেউই কথা বলতে চান না। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দুইজনেরই মুখে কুলুপ আঁটেন। এড়িয়ে যেতেন সম্পর্কের বিষয়টি। তবে তারা যে একে অপরে আবিষ্ঠ তা মুখে না বললেও ঠিকই বুঝেছেন অনুরাগীরা।
অবশেষে রাজীবের সঙ্গে সম্পর্কের সিলমোহর দিলেন মেহজাবীন! যদিও সেটা চুপিসারে। আজ মেহজাবীন চৌধুরীর গায়ে হলুদ, কাল বিয়ে। দৈনিক রূপালী বাংলাদেশকে মেহজাবীনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবর, আজ (২৩ ফেব্রুয়ারি) মধুমতি মডেল টাউনে হবে তাদের গায়ে হলুদ। একই জায়গায় আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) হবে বিয়ের আনুষ্ঠানিকতা। কাছের মানুষদের নিয়ে বিয়ের এই আনুষ্ঠানিকতা সারছেন বলে জানা গেছে। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা।
মেহজাবীন-রাজীবের প্রথম একসঙ্গে দেখা যায়, ২০১৮ সালের ১১ আগস্ট। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে সিঁড়িতে বসে থাকার একটি ছবি পোস্ট করে মেহজাবীন চৌধুরী ক্যাপশনে লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’
সেই থেকেই এই অভিনেত্রী ও পরিচালকের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। এরপর কখনো তাদের একসঙ্গে বিপণিবিতানে হাত ধরে হাঁটতে দেখা গেছে, কখনো সিনেমা, রেস্তোরাঁয় আড্ডাসহ বিশেষ দিনগুলোয় পাশাপাশি পাওয়া গেছে দেশ-বিদেশে। বিভিন্ন গণমাধ্যমে তাদের সম্পর্কের গুঞ্জনের খবর প্রকাশিত হলেও প্রেম নিয়ে মুখ খোলেননি কেউ। অবশেষে গুঞ্জন সত্যি হয়েছে।