প্রেমে পড়লে মানুষ মুগ্ধতায় সব রকমের ভুল করে ফেলে হেসেখেলে। প্রেমিকার এলো চুলে কাঠগোলাপের ফুল ফোটাতেও কার্পণ্য করে না, প্রেমিকের পাগল মন। প্রেমিকের পাগলামীর সেসব অনুভূতি উঠে এসেছে ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার অন্যতম বিজয়ী প্রতিযোগী জয়ন্ত কুমারের গানে। নিজের লেখা, নিজের সুর আর নিজের কণ্ঠে ‘এক বিষাদের গান’ শিরোনামে এসব গল্প বলেছেন তিনি।
সম্প্রতি ‘এক বিষাদের গান’ প্রকাশ করেছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
নিজের প্রথম মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত জয়ন্ত কুমার জানালেন, ‘ভালোবাসার অন্য এক অনুভূতি প্রকাশ পেয়েছে গানটিতে। ভালোবাসায় যত্ন করে লেখা এ গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। প্রকাশের পর থেকেই অনেকের প্রশংসা পাচ্ছি।’
গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে। এটির সংগীতায়োজনে ছিলেন, এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। আর ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
আপনার মতামত লিখুন :