ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

হাল্কা-সাদা টপসে মিম, নেট দুনিয়ায় শোরগোল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৬:২১ পিএম
ছবি: সংগৃহীত

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। জনপ্রিয় এই নায়িকা ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন অনায়াসেই। তবে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে বর্তমানে কিছুটা যেন ভাটা পরেছে তার। বেশ কিছুদিন ধরে দেখা যায়না তেমন কোন কাজে।

তবে গ্ল্যামার্স দুনিয়ায় উত্তাপ ছড়াতে মিমের জুড়ি নেই। তার আকর্ষণীয় রূপ, ফিগার বরাবরই ঝড় তোলে ভক্তদের হৃদয়ে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই নায়িকা। প্রতিমুহূর্তে নিজের বিভিন্ন ছবি, ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার যেন সেই উত্তাপে নতুন মাত্রা যুক্ত করলেন এই অভিনেত্রী। এতে নেট দুনিয়ায় শোরগোল বইছে।

সম্প্রতি সাদা টপসে খোলামেলা রূপে দেখা মিলল মিমের। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১৬টি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে খোলা চুলের সঙ্গে হালকা মেকআপ, মিমের প্রতিটি ছবিতে অভিনেত্রীকে যেন নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা।

নেটিজেনদের অনেকেই করেছেন নানা রকম মন্তব্য। কারো মন্তব্য, আপনি এত সুন্দর কেন? কেউ লিখেছেন, ঢালিউডের বর্তমান সময়ের সেরা অভিনেত্রী। কেউ আবার তার সাহসী পোশাকের প্রশংসায় মেতেছেন। প্রশংসার পাশাপাশি অনেকে করেছেন নেতিবাচক কমেন্টও। সালমান নামে একজন লিখেছেন, যুবসমাজটা এদের কারনেই ধ্বংস হবে। লিয়ন লিখেছেন, এমন ছবি দিয়ে কি বুঝাতে চাচ্ছেন?


সম্প্রতি দিন কয়েক আগেই স্বামীকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন মিম। সেখানে ভালোবাসা দিবস উদযাপনের পর আবার দেশে ফিরে এসেছেন। দেশে ফিরেই ভক্তদের এই চমক উপহার দিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।