শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০১:৪৩ পিএম

৯ বছরে ধ্রুব মিউজিক স্টেশন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০১:৪৩ পিএম

৯ বছরে ধ্রুব মিউজিক স্টেশন

ফাইল ছবি

‘সুরের মূর্ছনায় জীবনের জয়গান’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠার ৮ বছর পূর্ণ করে ৯ বছরে পা রাখল দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলা গানকে বিশ্বদরবারে তুলে ধরতে এবং হাজারও তারুণ্যের স্বপ্ন পূরণের লক্ষ্যে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠার পর থেকেই মানসম্মত গান প্রকাশ করে অল্প দিনেই প্রতিষ্ঠানটি দেশের অগনিত বাংলা গানের শ্রোতা-দর্র্শকদের মন জয় করে নেয়। সেই সঙ্গে বাংলা গানে শ্রোতাদের আস্থার জায়গায় পরিণত হয় ধ্রুব মিউজিক স্টেশন। 

গত আট বছরে প্রতিষ্ঠানটি প্রকাশ করে দেশের কিংবদন্তি থেকে শুরু করে জনপ্রিয় সব শিল্পীর শ্রুতিমধুর গান। সেই সঙ্গে দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী সংগীতশিল্পীদের গান প্রকাশের সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি। ফলে অনেক আশাহত মেধাবীরা পায় আশার আলো। বছরজুড়েই তাদের এই গান প্রকাশের ধারা অব্যাহত থাকে।

বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিকে প্রতিষ্ঠার পর থেকেই নিরলশভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় তারা আয়োজন করে রিয়েলিটি শো ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার। এই প্রতিযোগিতার মাধ্যমে তারা সারাদেশ থেকে তুলে আনে ২০ জন প্রতিভাবানকে। যারা একাধারে গান লিখতে, সুর করতে ও গাইতে পারে। 

বর্ষপূতিতে প্রতিষ্ঠানটির কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘শুরু থেকেই আমরা বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আগামীতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।  

আমাদের এই পথ চলায় আমরা পাশে পেয়েছি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালাক, যন্ত্রসংগীত শিল্পী, শুভানুধ্যায়ী, ভিডিও নির্মাতা, মডেল-অভিনেত্রীসহ দেশের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকে। তাদের সকলকে আমার আন্তরিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সঙ্গে দেশের অগনিত শ্রোতা-দর্শকের ভালোবাসা তো রয়েছেই। এই ভালোবাসাই ধ্রুব মিউজিক স্টেশনের মূলশক্তি।      


 

রূপালী বাংলাদেশ

Link copied!