রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:৫৮ পিএম

মেহজাবীনের বিয়ে, জেফার-রাফসান, সাদিয়া-রনির প্রেমের রসায়ন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:৫৮ পিএম

মেহজাবীনের বিয়ে, জেফার-রাফসান, সাদিয়া-রনির প্রেমের রসায়ন

ছবি: সংগৃহীত

বিয়ের মাধ্যমে অবসান ঘটল মেহজাবীন চৌধুরী-আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন অধ্যায়ের। সেখান থেকেই ফের ডানা মেলল দীর্ঘ দিন ধরে চলতে থাকা রেদওয়ান রনি-সাদিয়া আয়মান এবং জেফার-রাফসানের প্রেমের গুঞ্জন।

নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন অনেক দিনের। একই গুঞ্জনের নৌকা বাইছেন সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। মেহজাবীনের বিয়েতে রনি-সাদিয়া, জেফার-রাফসানের পাশাপাশি কাছাকাছি থাকা যেন ফের ঘি ঢালল আগুনে।

মেহজাবীন-রাজীবের বিয়েতে বসেছিল তারার মেলা। বিনোদন অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্বরা এক হয়েছিলেন। সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সেসব ভিডিও। একটি ভিডিওতে দেখা যায় নব দম্পতির পাশেই দাঁড়িয়ে রেদওয়ান রনি ও সাদিয়া আয়মান। সাদিয়ার পেছনে রনি। হাত দুটি অভিনেত্রী কাঁধে রাখতে দেখা যায় এক সময়। এসময় উচ্ছ্বসিত দুজনকে কথাও বলতে দেখা যায়।

ওই সময় রাফসান-জেফারও ছিলেন পাশাপাশি। নেটিজেনদের নজর এড়ায়নি তা। সাদিয়া-রনি, জেফার- রাফসানের পাশাপাশি থাকাটা অন্য চোখে দেখছেন তারা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘রেদওয়ান রনির সামনে সাদিয়া আয়মান। ঘটনা কি?’ অন্য একজন লিখেছেন ‘সাদিয়া আর রনিরটা (বিয়ে) কবে?’

নেটাগরিকরা ছাড়েননি রাফসান-সাদিয়াকেও। তাদের নিয়ে কেউ লিখেছেন, ‘সব বুঝলাম তবে জেফার আর রাফসানরে মনে হলো কাপল হিসেবে দেখলাম।’ অন্য একজনের কথায়, ‘বাঙালির সন্দেহ কখনোই ভুল হয় না। এখানে রাফসান শাবাব আর জেফার একসাথেই বসে আছে।’

গেল বছর ঘর ভাঙে রাফসানের। তখন অনেকের মন্তব্য ছিল, কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে প্রেম করছেন রাফসান। সেকারণেই স্ত্রী সানিয়া এশাকে তালাক দিয়েছেন তিনি। তবে বিষয়টিকে উড়িয়ে দিয়ে সেসময় জেফার বলেছিলেন, ‘সে আমার একজন বন্ধু। আমরা একসঙ্গে শো করেছি, বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছি। যেমনটি আমরা আরও অনেক সহকর্মীর সঙ্গে করি। এর বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

অন্যদিকে রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন উঠতে সাদিয়া রহস্য জিইয়ে রেখে বলেছিলেন, ‘সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।’

আরও বলেছিলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন। কি আর করার আছে।’

এদিকে অনেকদিন ধরে আলচনায় নেই সাদিয়া আয়মান। এরমধ্যে আলোচনায় আসার মতো কাজও দেখা যায়নি তার। অন্যদিকে জেফার-রাফসানের গুঞ্জনের সূর্য যখন অস্তমিত তখন মেহজাবীন-রাজীবের বিয়েতে ফের মাথাচাড়া দিল রাফসান-জেফার, সাদিয়া-রনির প্রেমের গুঞ্জন। 

আবু/এস

Link copied!