সেরা অভিনেতার পুরস্কার পেলেন তানভীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০১:৪৩ পিএম

সেরা অভিনেতার পুরস্কার পেলেন তানভীর

তানভীর। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মুখ গোলাম কিবরিয়া তানভীর। নিয়মিত একক ও ধারাবাহিক নাটক নিয়ে চলছে তার ব্যস্ততা। সম্প্রতি বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচার হয় তার অভিনীত ও রহিম সুমন পরিচালিত একক নাটক ‘ক্ষমা’। নাটকটিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তানভীর।

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ নাটক বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হয়েছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় তানভীর বলেন, ‘আমি খুবই অভিভূত ও আনন্দিত। আসলে দর্শকই হইছে একটা নাটকের প্রকৃত বিচারক, সেই দর্শকদের জন্যই আমার এই সম্মাননা উৎসর্গ করলাম এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য আমার প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।’

এ সময় তানভীরের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।

রূপালী বাংলাদেশ

Link copied!